আসিফুজ্জামান পৃথিল: [২] একটি প্রবাল দ্বীপের কাছে এই তেল ছড়িয়ে পড়ে। এমভি ওকাশিওর লিকের কারণে ভারত মহাসাগরের এই এলাকায় দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। আকাশ থেকে তোলা ছবিতে দেখা যায়, মরিশাসের আইকোনিক সাদা বালুর সৈকতগুলো অপরিশোধিত তেলে কালো হয়ে আছে। ডেইলি মেইল
[৩] এই সমস্যা সামলাতে মরিশাস পরিবেশগত জরুরী অবস্থা ঘোষণা করেছে। তবে দেশটির বিশেষজ্ঞরা বলছেন, তাদের পরিবেশের স্থায়ী ক্ষতির ব্যাপক শঙ্কা রয়েছে। ২৫ জুলাই লিকেজ শুরু হয়। [৪] পরিস্থিতি সামাল দিতে কাজ করছেন কয়েক হাজার স্বেচ্ছাসেবক। ওয়াশিকো যে স্থানে তেল ফেলেছে তা সাগরের সংরক্ষিত একটি মেরিন পার্ক। আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্ষমার অযোগ্য অপরাধই করেছেন জাহাজটির ক্যাপ্টেন।
[৫] জানা গেছে, এই জাহাজটি এখন পর্যন্ত ৪ হাজার টন তেল ফেলেছে। লিক সারানোর আগে জাহাজকে ভাসিয়ে রাখার জন্যই এমন সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন। এর মধ্যে ১ হাজার টন ফেলা হয় মরিশাসের ওই মেরিন পার্র্কে। সম্পাদনা: ইকবাল খান