শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদ আহমেদ: রাষ্ট্রের কাজ অপরাধীর বিচার করা, তার নাগরিকদের হত্যা করা নয়

ফরিদ আহমেদ: ফেসবুক খুব ইন্টারেস্টিং একটা জায়গা। আর্মির অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের পর হঠাৎ করে সবাই ক্রসফায়ার বিরোধী হয়ে গেছেন, সবাই মানবতাবাদী এখন। কিন্তু এদের অনেকেই সময়ে সময়ে ক্রসফায়ারের পক্ষে সাফাই গেয়েছেন। কেউ ‘ধর্ষক’ ক্রসফায়ারে গেলে উল্লসিত হয়েছেন, কেউ ‘ইয়াবা ব্যবসায়ী’ মারা যাওয়ায় হাততালি দিয়েছেন, কেউ বা ‘জামায়াত-বিএনপি’ খরচ হলে চেতনা আরও সমুন্নত হয়েছে বলে লাফিয়েছেন। সেই সময়ে এদের মাথার মধ্যে কাজ করেনি যে রাষ্ট্র কখনোই বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাতে পারে না। মেজর সিনহাকে যেমন রাষ্ট্র হত্যা করার অধিকার রাখে না, একইভাবে কোনো চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, ধর্ষক, জামাত, বিএনপি, সর্বহারা, কাউকেই খুন করতে পারে না রাষ্ট্র।

রাষ্ট্রের কাজ অপরাধের বিচার করা, তার নাগরিকদের হত্যা করা নয়। বিচার ব্যবস্থা শ্লথগতির বলে কোনো রবিনহুডের হাতে বিচারের ভার ছেড়ে দিতে নেই। যে রবিনহুড আজকে ‘চোর', ‘ডাকাত’, ‘ধর্ষক’, ‘বিএনপি-জামাত’ খুন করবে, সেই রবিনহুড একদিন আপনাকে কিংবা আপনার পরিবারের কাউকে একই ধরনের ট্যাগ দিয়ে হত্যা করে ফেলবে। আরেকটা বিষয়। ওসি প্রদীপের ফাঁসি চেয়ে খুব বেশি লাভ কিছু নেই। সে জেলখানার জল্লাদের চেয়ে বেশি কিছু না। হত্যার সিদ্ধান্ত আসে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে। তার কাজ সেটাকে বাস্তবায়ন করা মাত্র। সেই বাস্তবায়ন করতে গিয়ে মাঝে মধ্যে এর-ওর গলাতেও দড়ির ফাঁস পরিয়ে দেয় সে। রাষ্ট্র ব্যবস্থা কিংবা সরকার ব্যবস্থাকে স্বৈরাচারী রেখে এইসব অন্যায়ের সমাধান পাওয়া সম্ভব নয়। দুই একটা ঘা-তে মলমের প্রলেপ পড়বে হয়তো, পুরো শরীরের কুষ্ঠ রোগ তাতে ঢাকা পড়বে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়