শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০১:৪৬ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালতলীতে সড়ক পাকাকরনের দাবিতে মানববন্ধন

মোঃ জয়নুল আবেদীন: [২] বরগুনার তালতলী উপজেলা পরিষদে সামনের কাঁচা সড়ক পাকাকরনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের পাশে কাঁচা সড়কে মানববন্ধন হয়। এই মানববন্ধনে সহস্রাধীক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।

[৩] জানাগেছে, ২০১২ সালে তালতলী উপজেলা পরিষদ ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৫ সালে উপজেলা পরিষদ ভবন নির্মাণ হয়। উপজেলা পরিষদের সামনে দিয়ে তিন কিলোমিটার সড়ক তালতলী পাড়াসহ কয়েকটি গ্রামের সাথে মিলিত হয়েছে। ওই গ্রামগুলোতে উপজাতিসহ অন্তত ১০ হাজার মানুষ বসবাস করে। ওই গ্রামগুলোর মানুষের চলাচলের একমাত্র সড়ক এটা। কিন্তু গত আট বছরেও ওই সড়কটি পাকা করা হয়নি। বর্ষার মৌসুমসহ সারা বছর দুর্ভোগের মধ্য দিয়ে মানুষের চলাচল করতে হয়। সড়কটি পাকাকরনের দাবিতে রবিবার ওই কাঁচা সড়কে সহস্রাধীক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধন করেছেন।

[৪] নুরুল আলম মুন্সির সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বড়বগী ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম লিটু, মহিলা সদস্য সেলিনা আক্তার ইভা, আনসারুল মুন্সি ও মনিরুল ইসলাম। মানববন্ধনে বক্তরা বলেন, ২০১২ সালে তালতলী উপজেলা পরিষদ ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৮ বছর পেরিয়ে গেলেও উপজেলা পরিষদের সামনের রাস্তাটি আজ পর্যন্ত পাকা করা হয়নি। কাঁচা সড়ক দিয়ে অন্তত ১০ হাজার মানুষের চলাচল করতে হয়। দ্রুত এই সড়কটি পাকাকরনের দাবী জানান তারা।

[৫] তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, উপজেলা পরিষদের অর্থ বরাদ্দের প্রথম কাজ হবে ওই সড়কটি পাকাকরন এবং ওই কাজের আমি নিজেই তদারকি করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়