শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গমাতার সততা ও ন্যায় পরায়নতার কারণেই বাংলাদেশ স্বাধীন: মৎস্যজীবী লীগ

সমীরণ রায়: [২] বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, আওয়ামী লীগের যা কিছু অর্জন তার পেছনে বঙ্গমাতার অবদান রয়েছে। যদিও তিনি কখনও প্রতক্ষ রাজনীতি করেননি। সংসারের পাশাপাশি বঙ্গবন্ধুকে সব কাজে সহযোগিতা করেছেন ও অনুপ্রেরণা দিয়েছেন। তার সাধমাটা জীবনযাপনকে অনুসরণ করলে বর্তমান সমাজব্যাবস্থাকে এগিয়ে নেয়া সম্ভব।

[৩] অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণা। বঙ্গমাতা যেমন সংসার সামলিয়েছেন, তেমনি বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় দলকে দিক নির্দেশনা দিয়েছেন। তার সব ক্ষেত্রে অনুপ্রেরণাই বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন। এক কথায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সহজ করে তুলেছিলেন বঙ্গমাতা। ৭ মার্চের ভাষণ, প্রবাসী সরকার গঠন, বঙ্গবন্ধুহীন আওয়ামী লীগ তারই নির্দেশনায় পরিচালিত হয়েছে।

[৪] রোববার রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

[৫] সংগঠনের সভাপতি ছায়ীদুর রহমান রহমান সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, ফিরোজ আহমেদ, সাজ্জাদুল হক লিকু সিকদার, কাজী শফিউল আলম শফিক, এনামুল হক রাজু, মো. ইউসুফ আলী বাচ্চু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়