শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেলকুচিতে ঋণের বোঝা বইতে না পেরে আত্মহত্যা !

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ [২] জেলার বেলকুচিতে ঋণের বোঝা বইতে না পেরে গাছের সাথে ফাঁস নিয়ে সুলতান মন্ডল (৬০) নামের একজন অসহায় বৃদ্ধ আত্মহত্যা করেছে।

[৩] রোববার (৯ আগষ্ট) সকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুলদিয়ার উত্তরপাড়া গ্রামের সুলতান মন্ডলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, ঋণের বোঝা বইতে না পেরে বাড়ী হইতে একটু দুরে ফাঁকা জায়গায় গাছের সাথে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। সে ঐ গ্রামের মৃত সেবান মন্ডলের ছেলে।

[৪] রোববার ভোর রাতে যে কোন সময় আত্মহত্যা করেন। পরে সকালে এলাকাবাসী নিহত সুলতান মন্ডলকে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়ে পুলিশকে খবর দেয়।

[৫] এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত সুলতান মন্ডল সুদে মানুষের কাছ থেকে টাকা ঋণ নেয়। পাওনাদাররা বাড়িতে এসে টাকার চাপ দেন। এই ঋণের কারনে পরিবারের সাথে কলহ লেগে যায়। এ কারণে ঋণের বোঝা বইতে না পেয়ে আত্মহত্যা করতে পারে বলে এলাকাবাসির ধারণা।

[৬] এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নুরে আলম এই প্রতিবেদককে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে হতাশা গ্রস্থ হয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে থানায় ইউডি মামলা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়