শিরোনাম

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতা দক্ষ সংগঠক হিসেবে নিজেকে বিলিয়ে দিয়েছেন: আমির হোসেন আমু

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের মুখপাত্র আরও বলেন, বঙ্গবন্ধুর কোনো পিছুটান ছিল না বলেই তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পেরেছিলেন। বঙ্গবন্ধুর চলার পথকে মসৃণ করেছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর হাতে তার জমানো টাকা তুলে দিতেন। যাতে বঙ্গবন্ধুর কলকাতায় কষ্ট না হয়। তার ত্যাগের বিনিময়েই শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে উঠা।

[৩] তিনি বলেন, বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় বঙ্গমাতা আমাদের সাহস যুগিয়েছেন, পরামর্শ ও আর্থিক সহায়তা দিয়েছেন। এমনকি ঈদ করার টাকাও দিয়েছিলেন ছাত্র আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য। তিনি আমাদের সঙ্গে দেখা করতেন গোপনে। ধানমন্ডির দুটি বাসায় আমার যাওয়ার সুযোগ হয়েছিলো, এই দুটি বাসায় তিনি দেখা করে বঙ্গবন্ধুর নির্দেশণা পৌঁছে দিতেন।

[৪] গত শনিবার রাতে ভার্চুয়াল পদ্ধতিতে আওয়ামী লীগ আয়োজিত ‘গৃহকোণ থেকে জনগণের হৃদয়ে’ শীর্ষক বিশেষ ওয়েবিনারে তিনি এসব কথা বলেন। সাবেক ছাত্র নেতা ও কলামিস্ট সুভাষ সিংহ রায়ের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সাদেকা হালিম । অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়