শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালোবাসা অতঃপর বিয়ে, ২৪ ঘণ্টায় লাশ

আরিফুল ইসলাম : [২] প্রথমে মোবাইলে প্রেম ভালোবাসা পরে বিয়ে, অতঃপর ২৪ ঘন্টার মধ্যে লাশ হলো নাসরিন আক্তার পিংকি নামে এক যুবতী।

[৩] রোববার (৯ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে এ ঘটনা ঘটেছে।

[৪] বর্তমানে পিংকির লাশ এবং নিহত পিংকির প্রেমিক স্বামী মোক্তার হোসেন সরাইল থানাপুলিশের হেফাজতে রয়েছে। মোক্তার হোসেন সরাইল উপজেলার কালিকচ্ছ ইউপির বেপারিপাড়ার নছর আলী বেপারির ছেলে এবং নাসরিন আক্তার পিংকি হবিগঞ্জ জেলা সদরের বনগাঁও এলাকার আবদুস সালামের মেয়ে।

[৫] হাসপাতালে নববধূ'র লাশের পাশে থাকা অবস্থায় স্বামী মোক্তার বলেন, আমার প্রথম স্ত্রী রয়েছে। প্রথম বিয়ের বিষয়টি গোপন রেখে ক'মাস আগে মোবাইলে পিংকির সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে তুলি। এরইমধ্যে পিংকির পরিবার অন্যত্র তার বিয়ে ঠিক করেন। শনিবার (৮ আগস্ট) ছিল পিংকির গাঁয়ে হলুদের অনুষ্ঠান। খবর পেয়ে হবিগঞ্জ গিয়ে তার বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে আমরা দু'জনে বিয়ে করি এবং সরাইল সদরের বড্ডাপাড়া এলাকায় ভাড়া বাসাতে এনে রাখি। রাত্রিযাপনের পর সকালে পিংকিকে নিয়ে আমার পৈতৃক বাড়িতে যাই এবং সবার সঙ্গে পরিচয় করিয়ে দেই। এসময়ে আমার প্রথম স্ত্রীর সঙ্গেও পিংকির দেখা হয়। কিছু সময় পর আমি আর পিংকি বড্ডাপাড়ায় বাসাতে চলে আসি। তাকে বাসায় রেখে বাইরে থেকে ঘুরে এসে দেখি পিংকি লাশ হয়ে পড়ে আছে, নড়াচড়া করছে না। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পিংকিকে মৃত ঘোষণা করেন।

[৬] এদিকে পিংকির লাশ হাসপাতালে রেখে মোক্তার হোসেনের স্বজনরা পালিয়ে গেলেও মোক্তার পিংকির লাশের পাশেই বসে ছিলেন। পরে পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য মোক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

[৭] সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান সাংবাদিকদের জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মোক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পিংকির মৃত্যু কি কারণে হয়েছে তা ময়নাতদন্তের পরই জানা যাবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়