শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ২৪৮৭, সুস্থ ১৭৬৬ (ভিডিও)

মহসীন কবির : [২] রোববার (৯ আগস্ট) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৩] তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ৩৩৯৯ জন। মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন। মৃতদের মধ্যে ৩১ জন পুরুষ ও ৩ জন নারী। মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। হাসপাতালে মারা গেছেন ৩২ জন এবং বাসায় ২ জন। ঢাকা বিভাগে ১৪ জন চট্টগ্রামের ৬ জন, খুলনার ৭ জন, রংপুরের ২ জন, রাজশাহীর ৪ জন এবং ময়মনসিংহের ১ জন।

[৪] বয়স বিশ্লেষণে করে তিনি জানান, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন।

[৫] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮৫টি ল্যাবে ১১ হাজার ১৪ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১০ হাজার ৭৫৯ জনের পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ৬০ হাজার ৩১৯ জনের।নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ।

[৬] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৬৬ জন, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬০ শতাংশ ।

[৭] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, বর্তমানে আইসোলেশনের আছেন ৫৬ হাজার ৬৬৭ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭১৩ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৩৭ হাজার ৭২৭ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৮ হাজার ৯৪০ জন।

[৮] দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়