শাহীন খন্দকার : [২] পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের সম্রন সভা সোমবার বিকেল ৪টায় মোহাম্মদপুর টাউন হল মার্কেট জাকির হোসেন রোড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে বলে জানান জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। তিনি বলেন জাপা চেয়ারম্যান স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভা শেষে গরীব অসহায় মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে ও খাদ্য বিতরণ করবেন তিনি।
[৩] মহানগর উত্তরের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করবেন জাতীয় পার্টি মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য মোঃ শফিকুল ইসলাম সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত থাকবেন। সম্পাদনা : খালিদ আহমেদ