শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৮:১৩ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রক্ষণাবেক্ষণের অভাবে শিল্পী এস এম সুলতানের চিত্রকর্ম গুলো নষ্ট হতে চলেছে

দেবদুলাল মুন্না : [২] গতবছরের ২২ নভেম্বর শিল্পীর ৩টি চিত্রকর্ম সংস্কারের জন্য ঢাকায় আনা হলেও আরো ৬টির অবস্থা নাজুক। এ চিত্রকর্মগুলো রয়েছে নড়াইলের সুলতান কমপ্লেক্সে। ঢাকায় নিয়ে আসা ৩টি চিত্রকর্ম হচ্ছে, "জমি কর্ষণ", "ধান মাড়াই" ও "গ্রাম্য কাজিয়া"। আগামীকাল ১০ আগস্ট এ শিল্পী নড়াইলে জন্মগ্রহণ করেছিলেন।

[৩] শিল্পকলা একাডেমির জেষ্ঠ্য কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের টাকা মিউজিয়ামের কিউরেটর আছিয়া খাতুন এ প্রসঙ্গে বলেন, আমরা যতোটুকু জানি চিত্রশিল্পী সুলতান কমপ্লেক্সের ৮টি ছবি প্রায় নষ্ট হয়ে গেছে। এগুলো ধাপে ধাপে সংস্কার করা জরুরি। এরই অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আওতায় প্রথম ধাপে ৩টি ছবি সংস্কার করা হচ্ছে। কিন্তু কোভিড সংক্রমণের কারণে বাকিগুলোর সংস্কার কাজ পিছিয়ে গেছে।

[৪] এস এম সুলতান কমপ্লেক্সে শিল্পীর আঁকা মোট ২২টি চিত্রকর্ম রয়েছে। তবে, প্রত্যেকটি ছবিই অবহেলায় পড়ে নষ্ট হতে চলেছে। চিত্রশিল্পী তাইয়েবা খানম গতকাল জানান, চিত্রকর্মগুলো উপযুক্ত স্থানে না রাখা, আবদ্ধ অবস্থায় চিত্রকর্মগুলো রাখা ইত্যাদি বিবিধ কারণে অমূল্য এই সম্পদগুলো নষ্ট হতে চলেছে। তবে, মূল কারণ সঠিকভাবে শিল্পকর্মগুলোকে রক্ষণাবেক্ষণের অভাব।

[৫] তাইয়েবা খানম বলেন, বর্তমানে শিল্পী সুলতানের "চর দখল", "ধান মাড়াই", "ফসল সংগ্রহ", "মাঠ পরিস্কার", "কলসি কাঁখে নারী কাজিয়া-২ (কাইজ্যা)" ও "মাছ শিকার" শীর্ষক চিত্রকর্মগুলোর অবস্থাও নাজুক। এগুলোরও জরুরি সংস্কার দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়