শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে ইন্টার্নশিপ করতে পারবেন বিএ, বিকম, বিএসসি-র ছাত্ররাও

রাশিদ রিয়াজ : ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের মতো বিএ, বিএসসি অথবা বিকমের ছাত্রছাত্রীরাও কোর্সের অঙ্গ হিসাবে ইন্টার্নশিপ করতে পারবেন। এ নির্দেশিকা প্রকাশ করে ভারতের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) বলছে, যে কোনও বিষয়ের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করতে পারবেন। এই কোর্সকে বলা হবে ‘ইন্টার্নশিপ/ অ্যাপ্রেন্টিসশিপ এমবেডেড ডিগ্রি প্রোগ্রামস’। দি ওয়াল

[২] ভারতে বিভিন্ন বৃত্তিমূলক কোর্সের ছাত্রছাত্রীরা ইন্টার্নশিপ করার সুযোগ পান। এখন একটা পুরো সেমিস্টার যেন পড়ুয়াদের ইন্টার্নশিপ করতে বলা হয়েছে যাতে তাদের মূল্যায়ন করা যায়। ছাত্রছাত্রীরা যদি এমবেডেড ডিগ্রি কোর্সে পড়াশোনা করেন, তাহলে মোট নম্বরের ২০ শতাংশ দেওয়া হবে ইন্টার্নশিপের ভিত্তিতে।

[৩] গত সপ্তাহে ভারতের কেন্দ্রীয় সরকার প্রকাশিত শিক্ষানীতি বলছে শিক্ষার্থীদের চাকরির জন্য তৈরি করতে হবে। তাকে বাণিজ্যিক সংস্থার ছাড়াও অন্য কোনো সংস্থায় কাজ করার মত গড়ে তোলার সুযোগ সৃষ্টি করতে হবে। ইউজিসির নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিবছর ভারতের বিরাট সংখ্যক ছাত্রছাত্রী জেনারেল ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হন। তাদের অ্যাকাডেমিক পড়াশোনার স্তরে আটকে রাখা ঠিক নয়। নিয়োগকর্তারা যেমন চান, সেইভাবে পড়ুয়াদের তৈরি হতে হবে।

[৪] ভারতে এমবেডেড ডিগ্রি কোর্স চালুর আগে উচ্চশিক্ষার কেন্দ্রগুলি কয়েকটি বাণিজ্যিক ও অবাণিজ্যিক সংস্থার সঙ্গে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং সই করবে। নির্দিষ্ট সুযোগ বা পরিকাঠামোর কথা চিন্তা করে কোর্সের পরিকল্পনা করতে হবে। কোনও পড়ুয়া ইন্টার্নশিপে কেমন কাজ করেছেন, তার প্রতিফলন ঘটবে ফাইনাল মার্কশিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়