শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে ইন্টার্নশিপ করতে পারবেন বিএ, বিকম, বিএসসি-র ছাত্ররাও

রাশিদ রিয়াজ : ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের মতো বিএ, বিএসসি অথবা বিকমের ছাত্রছাত্রীরাও কোর্সের অঙ্গ হিসাবে ইন্টার্নশিপ করতে পারবেন। এ নির্দেশিকা প্রকাশ করে ভারতের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) বলছে, যে কোনও বিষয়ের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করতে পারবেন। এই কোর্সকে বলা হবে ‘ইন্টার্নশিপ/ অ্যাপ্রেন্টিসশিপ এমবেডেড ডিগ্রি প্রোগ্রামস’। দি ওয়াল

[২] ভারতে বিভিন্ন বৃত্তিমূলক কোর্সের ছাত্রছাত্রীরা ইন্টার্নশিপ করার সুযোগ পান। এখন একটা পুরো সেমিস্টার যেন পড়ুয়াদের ইন্টার্নশিপ করতে বলা হয়েছে যাতে তাদের মূল্যায়ন করা যায়। ছাত্রছাত্রীরা যদি এমবেডেড ডিগ্রি কোর্সে পড়াশোনা করেন, তাহলে মোট নম্বরের ২০ শতাংশ দেওয়া হবে ইন্টার্নশিপের ভিত্তিতে।

[৩] গত সপ্তাহে ভারতের কেন্দ্রীয় সরকার প্রকাশিত শিক্ষানীতি বলছে শিক্ষার্থীদের চাকরির জন্য তৈরি করতে হবে। তাকে বাণিজ্যিক সংস্থার ছাড়াও অন্য কোনো সংস্থায় কাজ করার মত গড়ে তোলার সুযোগ সৃষ্টি করতে হবে। ইউজিসির নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিবছর ভারতের বিরাট সংখ্যক ছাত্রছাত্রী জেনারেল ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হন। তাদের অ্যাকাডেমিক পড়াশোনার স্তরে আটকে রাখা ঠিক নয়। নিয়োগকর্তারা যেমন চান, সেইভাবে পড়ুয়াদের তৈরি হতে হবে।

[৪] ভারতে এমবেডেড ডিগ্রি কোর্স চালুর আগে উচ্চশিক্ষার কেন্দ্রগুলি কয়েকটি বাণিজ্যিক ও অবাণিজ্যিক সংস্থার সঙ্গে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং সই করবে। নির্দিষ্ট সুযোগ বা পরিকাঠামোর কথা চিন্তা করে কোর্সের পরিকল্পনা করতে হবে। কোনও পড়ুয়া ইন্টার্নশিপে কেমন কাজ করেছেন, তার প্রতিফলন ঘটবে ফাইনাল মার্কশিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়