শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি সংকোচনসহ বেডু’র ৬ প্রস্তাব

শরীফ শাওন : [২] বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট (বেডু) এ দেয়া প্রস্তাবে বলা হয়, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত পাঠদান চালু রাখা গেলেও নির্ধারিত সময়ের আগে পাঠ্যসূচি সমাপ্ত করা সম্ভব নয়। সেক্ষেত্রে সংকুচিত পাঠ্যসূচির ভিত্তিতে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া সম্ভব।

[৩] ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়া প্রস্তাবনার দ্বিতীয় প্রস্তাবে বলা হয়, ডিসেম্বরে শুধু বহু নির্বাচনী প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া যেতে পারে। এক ঘন্টায় ৫০ নম্বরের পরীক্ষার ব্যবস্থা হতে পারে।

[৪] তৃতীয়ত, পরীক্ষার বিষয় সংখ্যা কমানো যেতে পারে। যেমন, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা চালুর আগে অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষায় কেবল বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হতো।

[৫] চতুর্থ, অভিন্ন প্রশ্নপত্রে সকল বোর্ডের পরীক্ষা ব্যবস্থা। এতে প্রশ্নপত্র ছাপানোর সময় কমবে, ফলাফলেও সাম্যতা আসবে।

[৬] পঞ্চম, সংকুচিত শিক্ষাক্রম ও পাঠ্যসূচির ওপর বিদ্যালয়কেন্দ্রীক পরীক্ষা গ্রহণ। সেক্ষেত্রে পরীক্ষার ফল শিক্ষা বোর্ডগুলোতে পাঠাতে হবে। নভেম্বর থেকে এম মাস কোভিড মহামারি নিয়ন্ত্রণে থাকলে এ ব্যবস্থা নেয়া যেতে পারে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষার ব্যবস্থা করা হবে।

[৭] ষষ্ঠ, চলতি বছর মহামারি পরিস্থিতির কারণে স্বাভাবিক পাঠদান ব্যহত হলে পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা যেতে পারে। শিক্ষাবর্ষকে বাতিল না করে অবশিষ্ট পাঠদান পরবর্তী শ্রেণিতে সমন্বয় করা যেতে পারে।

[৮] ইউনিসেফের এক প্রতিবেদনের বরাত দিয়ে বেডু জানায়, মাহামরি পরিস্থিতিতে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ৮৪টি দেশ পাবলিক বা এ ধরনের পরীক্ষা হয় বাতিল নয়তো স্থগিত করেছে।

[৯] মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, সব দিক বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়