শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে শিহাব হত্যার মুল দুই আসামি পিতাপুত্র ময়মনসিংহে গ্রেপ্তার

আবু মুত্তালিব মতি: [২] বগুড়ার আদমদীঘির আলোচিত এসএসসি পরীক্ষার্থি শিহাব হোসেন (১৭) হত্যা মামলার মুল আসামী শিপলু মাথা ন্যাড়া ও চেহারা পরিবর্তন করে আত্মগোপনে থেকেও রেহায় পেলনা।

[৩] অবশেষে হত্যার ৬দিন পর শিপলু হোসেন (২৪) ও তার বাবা এখলাছ উদ্দিন (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত ৮ আগস্ট শনিবার দুপুরে আদমদীঘি থানার মামলা তদন্তকারি পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ও এএসআই শিপলু গোপন সংবাদের ভিক্তিতে সঙ্গীয় ফোর্সসহ ময়মনসিংহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

[৪] গত ১ আগস্ট ঈদুল আজহার দিন বিকেলে আদমদীঘির রক্তদহ বিল পারে বেশ সংখ্যক কিশোর কিশোরীর সমাগম ঘটে। সেখানে দোকানপাটও বসিয়ে বেচাকেনা চলে। এসময় দক্ষিণ গনিপুর ও দমদমা গ্রামের তরুনদের মাঝে বাকবিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটে। এরই রেশ ধরে পরদিন গত ২ আগস্ট রোববার সন্ধ্যায় শিহাব ও তার দুই বন্ধু মিলে রক্তদহ বিল এলাকার বেইলি ব্রীজের নিকট বেড়াতে যায়।

[৫] সেখানে অপেক্ষামান দক্ষিণ গনিপুর গ্রামের এখলাছের ছেলে শিপলু হোসেন শিহাবের গলায় ও তার বন্ধুদেরও ছুরিকাঘাতে জখম করে পালায়। পরে স্থানীয় লোকজন আহত শিহাবসহ তিনজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে শিহাবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

[৬] এই ঘটনার গত ৩ আগস্ট সোমবার রাতে নিহতের বাবা হারুনুর রশিদ বাদী হয়ে শিপুল তার বাবাসহ ৮জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে। এরপর থেকে হত্যাকারি শিপলু মাথা ন্যাড়া করে ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থাকার ৬দিন পর এই আলোচিত হত্যা মামলার মুল আসামি শিপলু ও তার বাবা এখলাছকে গতকাল শনিবার ময়মনসিংহ এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়