তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটর সাইকেলের ধাক্কায় সাজু মিয়া-(৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
[৩] নিহত সাজু মিয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মরহুম তারা মিয়ার ছেলে। তিনি তার পরিবার পরিজন নিয়ে রুটি গ্রামের শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
[৪] এলাকাবাসী ও পুলিশ জানায়, সাজু মিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি মোটর সাইকেল ধাক্কা দিলে আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[৫] এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সম্পাদনা: সাদেক আলী