শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ০৮:৪২ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলায় ১১ জনের বিরুদ্ধে চার্জশিট

যশোর প্রতিনিধি : [২] যশোর শহরের কাজীপাড়ার যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল হয়েছে। মামলার তদন্ত শেষে ১১ জনকে অভিযুক্ত করে আদালতে এই চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের বিদায়ী ওসি মারুফ আহম্মদ।

[৩] ২০১৮ সালের ২৮ আগস্ট রাত সোয়া ১২টার দিকে কাজীপাড়ায় নিজ বাড়ির কাছে সন্ত্রাসীদের হাতে খুন হন যুবলীগ কর্মী সোহাগ। এ ঘটনায় নিহতের ভাই ফেরদাউস হোসেন সোমরাজ ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমাদেয় পুলিশ।

[৪] ডিবি পুলিশ জানায়, চার্জশিটে শহরের কাজীপাড়া মানিকতলার জাহিদ হাসান মিলন ও কাজীপাড়া কাঁঠালতলার তৌহিদ চাকলাদার ফন্টুসহ ১১জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত অপর ৯ জন হচ্ছে- কাজীপাড়া গোলামপট্টির মৃত আব্দুল খালেকের ছেলে ইয়াসিন মোহাম্মদ কাজল, ধর্মতলার মো. কালিমের ছেলে টিপু, কাজীপাড়া গোলামপট্টির আবুল কাশেম ওরফে পিকুলের ছেলে সাগর, মো. সিরাজের ছেলে তরুন, আব্দুল বাকেরের ছেলে আলামিন, কাজীপাড়ার মোহাম্মদ আলীর ছেলে ডাবলু, কাজীপাড়া আমতলার এস এম আকাশ, ঘোপ জেল রোডের এস এম মহিউদ্দিন ও সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের লিটন। চার্জশিটে অভিযুক্ত তৌহিদ চাকলাদার ফন্টু, ইয়াছিন মোহাম্মদ কাজল, তরুন, ডাবলু ও টিপুকে পলাতক দেখানো হয়েছে।

[৫] উল্লেখ্য তৌহিদ চাকলাদার ফন্টু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদ্য নির্বাচিত যশোর আসনের (যশোর-৬) এমপি শাহিন চাকলাদারের চাচাতো ভাই। চাকলাদারের সম্রাজ্ঞী দেখা শোনাসহ ক্যাডার বাহিনী নিয়ন্ত্রণ করতো এই ফন্টু। বহু অপরাধের হোতা ফন্টু এই প্রথম একটি মামলার আসামি হলো। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়