নিউজ ডেস্ক: [২] শুক্রবার নিউ জার্সিতে একটি সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, জো বাইডেন যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তা হলে চীন আমাদের দেশ শাসন করবে। সূত্র: আনন্দবাজার।
[৩] একইসঙ্গে ইরানকে নিয়েও ট্রাম্প দাবি করেছেন, তেহরান চায় নভেম্বরের নির্বাচন রিপাবলিক্যানরা হেরে যাক। তবে ট্রাম্প এ-ও দাবি করেছেন, নির্বাচন জিতে ক্ষমতায় এলে ‘‘ইরানের সঙ্গে চুক্তি খুব দ্রুত সেরে ফেলা হবে।’’
[৪] ট্রাম্প আরও বলেন, উত্তর কোরিয়ার সঙ্গেও দ্রুত চুক্তি সেরে ফেলা হবে। যদি আমি ২০১৬ সালের নির্বাচন না জিততাম তাহলে উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের দেশ যুদ্ধে জড়িয়ে পড়তো। বাস্তবে উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে।
[৫] মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কি অন্য কোনও দেশ হস্তক্ষেপ করতে পারে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে চীনকেই বিপদ বলে জানিয়ে ট্রাম্প বলেন, মেল-ইন-ব্যালটের ক্ষেত্রে জালিয়াতি করা অনেকটা সহজ বলেই মত তাঁর। তবে বেজিংয়ের উপর কড়া নজর রয়েছে বলে জানিয়েছেন তিনি। তা ছাড়া রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়াও জালিয়াতি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। সম্পাদনা: ইকবাল খান