শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রিনিদাদে পৌঁছনো সিপিএলের ১৬২ ক্রিকেটারের সবাই কোভিড-১৯ নেগেটিভ

স্পোর্টস ডেস্ক : [২] করোনা ভাই’রাসের আবহে আগামী ১৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টে অংশ নিতে ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছে গিয়েছেন অধিকাংশ ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়ালরা। নির্ধারিত স্বাস্থ্য বিধি মেনে তাঁদের কো’ভিড-১৯ টেস্ট করা হলে, যে ফলাফল হাতে এসেছে, তাতে উচ্ছ্বসিত সিপিএল কর্তপক্ষ।

[৩] ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে ইতিমধ্যেই ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছে গিয়েছেন ১৬২ জন ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল ও ক্রিকেট প্রশাসক।নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকের কোভিড-১৯ টেস্ট করা হয়েছিল। সবার রিপোর্ট নেগে’টিভ এসেছে বলে জানিয়েছেন সিপিএল কর্তপক্ষ। এই খবরে উচ্ছ্বসিত ক্রিকেট প্রেমীরা।

[৪] ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে ইতিমধ্যেই ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছনো ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল ও ক্রিকেট প্রশাসকদের কোভিড-১৯ টেস্ট নেগেটিভ এলেও, নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেককে ১৪ দিনের সেল্ফ কোয়ারেন্টাইনের নিয়ম মানতে হচ্ছে। প্রত্যেকে নিজ নিজ হোটেলের ঘরে আইসোলেশনে রয়েছেন বলে জানানো হয়েছে।

[৫] ক্যারিবিয়ান ক্রিকেট লিগ সিপিএল খেলতে ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছে গিয়েছেন ১৬২ জন ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল ও ক্রিকেট প্রশাসকের কোভিড-১৯ টেস্ট নেগেটিভ আসায় উচ্ছ্বসিত সিপিএল কর্তপক্ষ। তা বলে ক্রিকেটার সহ টুর্নামেন্টের সঙ্গে জুড়ে থাকা অন্যান্য ব্যক্তির স্বাস্থ্য এবং সুরক্ষা নিয়ে কোনও আপোস করতেও তাঁরা রাজি নন বলে জানিয়েছেন সিপিএলের অপারেশন ডিরেক্টর মাইকেল হল।

[৬] করোনা ভাইরাসের আবহে আগামী ১৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। ছয় দলের এই টি-টোয়েন্টি লিগ শেষ হচ্ছে ১০ সেপ্টেম্বর।
-দ্যা গ্যালারি

  • সর্বশেষ
  • জনপ্রিয়