শিরোনাম
◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী 

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশি বিনিয়োগকারিদের ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ : বিডার চেয়ারম্যান

মো. আখতারুজ্জামান : [২] করোনার পরিস্থিতিতে দেশের সব অর্থনৈতিক সূচক নিম্নমুখী। তবে এর মধ্যেও চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে বিদেশী বিনিয়োগ ও যৌথ বিনিয়োগের প্রস্তাব এসেছে ৫৬ হাজার ৮৩৫.৮১১ মিলিয়ন টাকা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

[৩] বিডার চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, আমাদের এখানে গত ২-৩ বছরের মধ্যে বিদেশি নতুন বিনিয়োগের চেয়ে পুনবিনিয়োগের পরিমাণ বেশি। বর্তমান আমাদের সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পুরোন বিনিয়োগকারীদের ধরে রাখা। যাতে তারা এখান থেকে কোনোভাবে চলে না যায়। তাদের কথা শুনছি। সেই আলোকে তাদেরকে সহযোগিতা করছি।

[৪] তিনি বলেন, আমরা চেষ্টা করতেছি যাতে বিদেশি বিনিয়োগ আসে। বেশি কিছু দেশের সঙ্গে আমরা কুনৈতি সম্পর্ক জোড়দার করা হয়েছে। গত মাসে জাপানের ৪৬টি কোম্পানির সঙ্গে অনলাইনে মিটিং করেছি। তারা বেশ আগ্রহ দেখিয়েছি।

[৫] সিরাজুল ইসলাম বলেন, কি পরিমাণ বিনিয়োগ আসবে সেটা নির্ভর করবে আমাদের দেশের করোনা পরিস্থিতি কত দ্রুত উন্নতি করে তার উপর।

[৬] জানা যায়, বিডার কাছে আসা ৪৬টি বিনিয়োগ প্রস্তাবের মধ্যে স্থানীয় বিনিয়োগকারীরা ৩৮টি প্রস্তাবে বিনিয়োগের পরিমাণ ১৫ হাজার ৩৩২.৮৫৭ মিলিয়ন টাকা।

[৭] সম্পূর্ণ বিদেশী বিনিয়োগের প্রস্তাব এসেছে ৫টি আর যৌথ বিনিয়োগের প্রস্তাব এসেছে ৩টি। এ বিনিয়োগের পরিমাণ ৪১ হাজার ৫০২.৯৫৪ মিলিয়ন টাকা।

[৮] দেশী ও বিদেশী এ বিনিয়োগ প্রস্তাবের ফলে দেশে ৫ হাজার ৭২১টি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়