শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ০৩:৫৯ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরের পুলিশ সুপার করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট : শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে।

শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) তিনি অসুস্থ বোধ করলে জেলা হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্টের (ল্যাব) সদস্যরা তার পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করেন। তবে নমুনা পরীক্ষায় তার স্ত্রী ও দুই ছেলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

জানা গেছে, দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম অত্যন্ত সাহসিকতার সঙ্গে শেরপুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে রাতদিন মানুষের জন্য কাজ করেছেন। করোনা রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে খাবার পৌঁছে দিয়েছেন। তার নো মাস্ক নো মেডিসিন স্লোগান জেলায় সাড়া ফেলেছে। শেরপুরে এখন মাস্ক ছাড়া কোনো ওষুধ বিক্রি হয় না।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, স্যার বর্তমানে বাসাতেই আইসোলেশনে আছেন। সামান্য উপসর্গ আছে। সবাই তার জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল শেরপুরে দুই নারীর দেহে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। শুক্রবার পর্যন্ত জেলায় ৩২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন চারজন। সূত্র : জাগোনিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়