মিনহাজুল আবেদীন : [২] শুক্রবার সিলেট নগরের ফাজিলচিস্ত আবাসিক এলাকায় ক্যারম খেলা বসানো নিয়ে এ ঘটনা ঘটেছে।
[৩] জানা গেছে, নগরের সুবিদবাজারের ফাজিলচিস্ত এলাকার একটি কলোনি ও ক্যারম খেলা নিয়ে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। সেই বিরোধের জেরে মহানগরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েক খানের সঙ্গে বিতর্ক হয় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের ছেলেসহ তার লোকজনের। এক পর্যায়ে সায়েক খান তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি করলে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের কোতয়ালী ও বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
[৪] সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান বলেন, যারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক।
[৫] আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, এ ঘটনায় আমার পরিবারের কেউ সম্পৃক্ত নয় বা আমার পরিবারের ওপর কেউ গুলি করেনি।
[৬] সিলেট মহানগর পুলিশের ওসি শাহাদৎ হোসেন বলেন, ফাজিলচিস্ত এলাকার একটি কলোনিতে ক্যারম খেলাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।