শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ০৭:৪২ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে তুচ্ছ ঘটনায় আওয়ামী লীগ নেতার গুলি

মিনহাজুল আবেদীন : [২] শুক্রবার সিলেট নগরের ফাজিলচিস্ত আবাসিক এলাকায় ক্যারম খেলা বসানো নিয়ে এ ঘটনা ঘটেছে।

[৩] জানা গেছে, নগরের সুবিদবাজারের ফাজিলচিস্ত এলাকার একটি কলোনি ও ক্যারম খেলা নিয়ে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। সেই বিরোধের জেরে মহানগরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েক খানের সঙ্গে বিতর্ক হয় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের ছেলেসহ তার লোকজনের। এক পর্যায়ে সায়েক খান তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি করলে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের কোতয়ালী ও বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

[৪] সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান বলেন, যারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক।

[৫] আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, এ ঘটনায় আমার পরিবারের কেউ সম্পৃক্ত নয় বা আমার পরিবারের ওপর কেউ গুলি করেনি।

[৬] সিলেট মহানগর পুলিশের ওসি শাহাদৎ হোসেন বলেন, ফাজিলচিস্ত এলাকার একটি কলোনিতে ক্যারম খেলাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়