শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে যুক্তরাষ্ট্রে ৩ লাখ মানুষ মৃত্যুর পূর্বাভাস দিয়েছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়

সিরাজুল ইসলাম : [২] এ বছরের ১ ডিসেম্বর পর্যন্ত এ মৃত্যু হতে পারে। তবে কেবল মাস্ক পরলেই ৭০ হাজার প্রাণ বাঁচতে পারে বলেও তারা অভিমত দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) বিশেষজ্ঞরা এ কথা বলেছেন। রয়টার্স

[৩] এর আগে হোয়াইট হাউসের সংক্রামক রোগ বিষয়ক উপদেষ্টারা বলেন, কর্মকর্তারা প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলো নতুন করে করোনাভাইরাসের হটস্পটে পরিণত হতে পারে।

[৪] আইএইচএমই পরিচালক ডা. ক্রিস্টোফার মুরেই বলেন, আমরা যুক্তরাষ্ট্রে রোলারকোস্টার দেখছি। এর কারণ হলো মানুষ মাস্ক পরছে। তারা শারীরিক দূরত্ব বজায় রাখছে। এ কারণে সংক্রমণ কমছে। সংক্রমণ কমায় মানুষ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করলে বিপদ বাড়বে।

[৫] যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত কোভিডে মারা গেছে ১ লাখ ৫৯ হাজার। কোভিড শনাক্ত হয়েছে ৪৯ লাখ মানুষ। মৃত্যু ও শনাক্তের দিকে বিশ্বের শীর্ষে রয়েছে দেশটি।

[৬] আইএইচএমই বলছে, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসে সংক্রমণ কমছে। তবে কলোরাডো, ইদাহো, কানসাস, কেন্টাকি, মিসিসিপি, মিসৌরি, অহিও, ওকলাহোমা, ওরিগন ও ভার্জিনিয়ায় সংক্রমণ বাড়ছে।

[৭] ওহির গভর্নর মাইক ডিওয়াইন বৃহস্পতিবার বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার জন্য তিনি কোভিড পরীক্ষা করিয়েছেন। তার পজিটিভ এসেছে; কিন্তু তিনি লক্ষণ বা অসুস্থতা বোধ করছেন না। তার স্ত্রী ও কর্মকর্তাদের কোভিড নেগেটিভ এসেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়