শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ০২:২৩ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদে নানার বাড়ীতে বেড়াতে এসে করতোয়া নদীতে ডুবে ২ যুবকের মৃত্যু

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: [২] এ ঘটনায় আরো ৩ যুবতী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের কিশামত চেরেঙ্গা গ্রামের করতোয়া নদীতে।

[৩] প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন শুক্রবার দুপুরে নানার বাড়ীর পাশেই কিশামত চেরেঙ্গা গ্রাম এলাকায় করতোয়া নদীর পানি দেখতে যায়। তারা সবাই চেরেঙ্গা ভাঙ্গা বাঁধ নামক স্থানের পশ্চিম পার্শ্বে নদীতে উৎসুক বসতঃ ৩ যুবতী পানিতে নেমে পড়ে। এসময় ঘটনার আকস্মিকতায় পানিতে নেমে পড়া ওই ৩ যুবতী তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল। এদৃশ্য দেখে উপরে থাকা যুবকরা তাদের প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে পানিতে নেমে পড়ে। এসময় যুবতীদের প্রাণ বাঁচাতে গিয়ে পানির তোড়ে ভেসে গিয়ে তারা নিজেরাই প্রাণ হারায়।

[৪] স্থানীয়রা ঘটনাস্থল থেকে পরপর তাদের মরদেহ উদ্ধার করে। পরে একটি ভ্যান যোগে মৃত ২ যুবক ও ৩ যুবতীসহ ৫জনকেই পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা কিংকর্তব্য বিমূড় আহত ওই ৩ যুবতীকে সুস্থ করতে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
মৃতরা হলেন বগুড়া উপশহরের মৃত সেকেন্দার আলীর ছেলে সিয়াম (১৮) ও তার বন্ধু বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহারহাট এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে সাজিদ (১৮)। আহতরা হলেন বগুড়া উপশহরের মৃত সেকেন্দার আলীর মেয়ে সিনথিয়া আফরিন প্রীথা (২২), পলাশবাড়ী উপজেলার হরিণমারী গ্রামের সাদেক আলীর মেয়ে সানজিদা আক্তার স্বর্ণা (১৯) ও গোয়ালপাড়া গ্রামের রেজওয়ানের স্ত্রী (২৫)।

[৫] খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নানার বাড়ীতে যুবকদ্বয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মৃতদের স্ব-স্ব এলাকায় নেয়ার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়