শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ সরকারকে অবশ্যই আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

কূটনৈতিক প্রতিবেদক : [২] শুক্রবার এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক সুলতান মুহাম্মদ জাকারিয়া বলেন, মানুষের মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষা দিতে হবে, এবং মানবাধিকার কর্মীদের কণ্ঠরোধের প্রচেষ্টা হিসেবে কোনোভাবেই তাদের পরিবারকে হয়রানি করা যাবে না।

[৩] ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু বিতর্কিত ধারার অপব্যবহার করে সরকার অনলাইনে অবাধ মতপ্রকাশের স্বাধীনতাকে সংকুচিত করছে।

[৪] সরকার নির্বাসিত বাংলাদেশি মানবাধিকার কর্মীদের দেশে থাকা পরিবারের সদস্যদের সরকার হয়রানি করছে।
অনতিবিলম্বে সেটি বন্ধ করতে হবে। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ও মানবাধিকার রক্ষার কাজটি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

[৫] সাম্প্রতিক বছরগুলোতে, অনেক ব্লগার ও মানবাধিকার কর্মীকে বাংলাদেশে নির্যাতন ও নিপীড়নের মুখে দেশ ছাড়তে হয়েছেন।

[৬] সরকার-কর্তৃক মানবাধিকার কর্মীদের ভয়ভীতি দেখানোর এ অপকৌশল অবিলম্বে বন্ধ করতে হবে।

[৭] সরকারের উচিত মানবাধিকার লংঘনের ঘটনাগুলো খতিয়ে দেখা এবং এ জাতীয় ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। মানবাধিকার কর্মীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে এবং মানবাধিকার লংঘনকারিদের বিরুদ্ধে দ্রুত, স্বাধীন তদন্ত পরিচালনা করে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়