শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলেন সখীপুরে সাংবা‌দিকসহ ৯ জনের কোভিড-১৯ শনাক্ত

সাইফুল সা‌নি, সখীপুর প্রতিনিধি : [২] টাঙ্গাইলের সখীপুরে এবার সাংবাদিক ও তার স্ত্রীসহ নতুন ক‌রে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ‌নি‌য়ে উপ‌জেলায় মােট ৮৯ জনের ক‌রোনা শনাক্ত হ‌লো।

[২] এবার একজন মৃত ব্যক্তির নমুনায় ক‌রোনা শনাক্ত হ‌য়ে‌ছে। উপজেলায় ক‌রোনা আক্রান্ত হ‌য়ে মোট দুইজ‌নের মৃ‌ত্যু হ‌লো। আক্রান্ত‌দের মধ্য থে‌কে ইতিমধ্যে সুস্থ হ‌য়ে‌ছেন ৪৫ জন।

[৩] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূ‌ত্রে জানা যায়, করোনা শনাক্ত হওয়া ওই মৃত ব্যক্তির নাম গিরিশ চন্দ্র সরকার (৭৮)। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত বুধবার সন্ধ্যায় তিনি করোনা উপসর্গ নিয়ে মারা যান। ওইদিন রাতেই তাঁর নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার উপ‌জেলার মােট ২৮ জনের নমুনা ঢাকায় পাঠানাে হয়।

[৪] এদের ম‌ধ্যে মৃত গিরিশ চন্দ্র সরকারসহ অন্য শনাক্তরা হচ্ছেন- দৈনিক যুগান্তর প্রতিনিধি ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদ রানা (৪৫), ওই সাংবাদিকের স্ত্রী (৩৬), স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক হাসনা ফরিদা (৪৯), মডার্ণ ডক্টরস ক্লিনিকের নার্স মাের্শেদা আক্তার (৩০), সখীপুর থানার এসআই সিরাজুল ইসলামের (করোনা আক্রাক্ত) ছেলে সাইফুল ইসলাম (১৮), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী শরীফুল ইসলাম (৪০), বিমান বাহিনীর এক সদস্যের স্ত্রী (৪০), মৌশা গ্রামের এক প্রবাসীর স্ত্রী (২৯)।

[৫] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সােবহান জানান, এ পর্যন্ত উপজেলার ৪৫ জন বাড়িতে থেকেই সুস্থ হয়েছেন। বাকিরাও বাড়িতেই আইসােলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়