শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্মসংস্থান সৃষ্টির জন্য এসএমই খাতে নতুন উদ্যোক্তা ও ফান্ড তৈরি করতে হবে : ড. আতিউর রহমান

ভূঁইয়া আশিক : [২] বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, গ্রামীণ অর্থনীতি চাঙা রাখা জরুরি, [৩] ক্ষুদ্র উদ্যোক্ততাদের মূলধন যোগান দেওয়া ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন দরকার।

[৪] এই মুহূর্তে গ্রামীণ অর্থনীতির উপর নজর দিতে হবে। কারণ করোনার কারণে শহরে কর্মসংস্থান হারিয়ে বহু মানুষ গ্রামে চলে গেছেন। [৫] সংকট মোকাবেলায় ইতোমধ্যেই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। প্রণোদনা প্যাকেজের টাকা যেন গ্রামে যায়, ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের যাতে তা কাজে লাগে নিশ্চিত করতে হবে।

[৬] অনেকেই এখন নতুন কাজ খুঁজে পাবে না, যদি প্রযুক্তিগত দক্ষতা তৈরি না হয়। প্রযুক্তিগতভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে, বিদেশে গেলেও যাতে লোকজন কাজ পায়। দক্ষতা উন্নয়নের প্রোগ্রামগুলোতে চাঙা রাখতে হবে এবং তাদের অর্থ দিতে হবে।

[৭] এখন ই-কমার্স ভিত্তিক কাজ বেশি হবে। অনলাইনে বেচাকেনা বাড়বে। ঘরে কিংবা গ্রামে বসেও অফিস করা যাবে- এরকম সুযোগ আসবে। ফলে দক্ষতা তৈরি করে দিলে লোকজন কাজ পাবে।

[৮] বন্যার কারণে কৃষি খাতে যে ক্ষতি হয়ে যাচ্ছে, তা নজরে রাখতে হবে। কারণ কৃষিই আমাদের রক্ষাকবচ। কৃষি যদি ভালো করে পর্যাপ্ত খাদ্য উৎপাদন করে, মাছ উৎপাদন হয়, তাহলে করোনা সংকটকালেও আমরা ভালো থাকবো অন্য অনেক দেশের তুলনায়।

[৯] যেসব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হবে, সেখানে বিনিয়োগ বেশি করে করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়