শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্মসংস্থান সৃষ্টির জন্য এসএমই খাতে নতুন উদ্যোক্তা ও ফান্ড তৈরি করতে হবে : ড. আতিউর রহমান

ভূঁইয়া আশিক : [২] বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, গ্রামীণ অর্থনীতি চাঙা রাখা জরুরি, [৩] ক্ষুদ্র উদ্যোক্ততাদের মূলধন যোগান দেওয়া ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন দরকার।

[৪] এই মুহূর্তে গ্রামীণ অর্থনীতির উপর নজর দিতে হবে। কারণ করোনার কারণে শহরে কর্মসংস্থান হারিয়ে বহু মানুষ গ্রামে চলে গেছেন। [৫] সংকট মোকাবেলায় ইতোমধ্যেই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। প্রণোদনা প্যাকেজের টাকা যেন গ্রামে যায়, ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের যাতে তা কাজে লাগে নিশ্চিত করতে হবে।

[৬] অনেকেই এখন নতুন কাজ খুঁজে পাবে না, যদি প্রযুক্তিগত দক্ষতা তৈরি না হয়। প্রযুক্তিগতভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে, বিদেশে গেলেও যাতে লোকজন কাজ পায়। দক্ষতা উন্নয়নের প্রোগ্রামগুলোতে চাঙা রাখতে হবে এবং তাদের অর্থ দিতে হবে।

[৭] এখন ই-কমার্স ভিত্তিক কাজ বেশি হবে। অনলাইনে বেচাকেনা বাড়বে। ঘরে কিংবা গ্রামে বসেও অফিস করা যাবে- এরকম সুযোগ আসবে। ফলে দক্ষতা তৈরি করে দিলে লোকজন কাজ পাবে।

[৮] বন্যার কারণে কৃষি খাতে যে ক্ষতি হয়ে যাচ্ছে, তা নজরে রাখতে হবে। কারণ কৃষিই আমাদের রক্ষাকবচ। কৃষি যদি ভালো করে পর্যাপ্ত খাদ্য উৎপাদন করে, মাছ উৎপাদন হয়, তাহলে করোনা সংকটকালেও আমরা ভালো থাকবো অন্য অনেক দেশের তুলনায়।

[৯] যেসব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হবে, সেখানে বিনিয়োগ বেশি করে করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়