শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্মসংস্থান সৃষ্টির জন্য এসএমই খাতে নতুন উদ্যোক্তা ও ফান্ড তৈরি করতে হবে : ড. আতিউর রহমান

ভূঁইয়া আশিক : [২] বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, গ্রামীণ অর্থনীতি চাঙা রাখা জরুরি, [৩] ক্ষুদ্র উদ্যোক্ততাদের মূলধন যোগান দেওয়া ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন দরকার।

[৪] এই মুহূর্তে গ্রামীণ অর্থনীতির উপর নজর দিতে হবে। কারণ করোনার কারণে শহরে কর্মসংস্থান হারিয়ে বহু মানুষ গ্রামে চলে গেছেন। [৫] সংকট মোকাবেলায় ইতোমধ্যেই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। প্রণোদনা প্যাকেজের টাকা যেন গ্রামে যায়, ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের যাতে তা কাজে লাগে নিশ্চিত করতে হবে।

[৬] অনেকেই এখন নতুন কাজ খুঁজে পাবে না, যদি প্রযুক্তিগত দক্ষতা তৈরি না হয়। প্রযুক্তিগতভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে, বিদেশে গেলেও যাতে লোকজন কাজ পায়। দক্ষতা উন্নয়নের প্রোগ্রামগুলোতে চাঙা রাখতে হবে এবং তাদের অর্থ দিতে হবে।

[৭] এখন ই-কমার্স ভিত্তিক কাজ বেশি হবে। অনলাইনে বেচাকেনা বাড়বে। ঘরে কিংবা গ্রামে বসেও অফিস করা যাবে- এরকম সুযোগ আসবে। ফলে দক্ষতা তৈরি করে দিলে লোকজন কাজ পাবে।

[৮] বন্যার কারণে কৃষি খাতে যে ক্ষতি হয়ে যাচ্ছে, তা নজরে রাখতে হবে। কারণ কৃষিই আমাদের রক্ষাকবচ। কৃষি যদি ভালো করে পর্যাপ্ত খাদ্য উৎপাদন করে, মাছ উৎপাদন হয়, তাহলে করোনা সংকটকালেও আমরা ভালো থাকবো অন্য অনেক দেশের তুলনায়।

[৯] যেসব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হবে, সেখানে বিনিয়োগ বেশি করে করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়