শিরোনাম
◈ টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকেট, পা‌কিস্তান‌কে ৫৫ রা‌নে হারা‌লো দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ◈ বিভিন্ন চাপে নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় ◈ তুরস্কের ১৫২ রেফারি জুয়ার সঙ্গে জড়িত  ◈ ২০২৬ সা‌লের  বিশ্বকাপে খেলবেন লিও‌নেল মেসি! ◈ একসময় জাতির গর্ব, এখন বিতর্কের কেন্দ্রবিন্দু: রাজনীতির খেলায় নিজের ক্যারিয়ার শেষ করলেন সাকিব আল হাসান ◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি ◈ অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক ◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৩:০৭ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুশান্তের মৃত্যুর তদন্তে সিবিআইয়ের স্পেশ্যাল টিম

রাশিদ রিয়াজ : [২] ভারতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এ বার এফআইআর দায়ের করল সিবিআই। অভিযুক্ত হিসেবে অভিনেতার প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তী ছাড়াও আরও পাঁচজনের নাম রয়েছে। সিবিআই-এর তরফে জানানো হয়েছে তাদের স্পেশ্যাল তদন্তকারী দল যারা এখন অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারি ও বিজয় মাল্যর আর্থিক কেলেঙ্কারির তদন্ত করছে সেই টিমই সুশান্তের মৃত্যুর তদন্ত করবে।

[৩] সিবিআই-এর এই এফআইআর-এ রিয়া এবং বাকিদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, ষড়যন্ত্র, চুরি, প্রতারণা ও আরও একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সিবিআই জানিয়েছে, তদন্তের স্বার্থে তারা বিহার পুলিশের সঙ্গে নিয়মিত ভাবে যোগাযোগ রাখছে।

[৪]গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় আত্মহত্যা করেছেন অভিনেতা। গলায় ফাঁস লাগার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয় অভিনেতার। তবে সুশান্তের এমন মর্মান্তিক পরিণতি মানতে পারেননি কেউই। তখন থেকেই অভিনেতার মৃত্যুর সিবিআই তদন্তের দাবি উঠেছিল বিভিন্ন মহলে। আমজনতা থেকে সুশান্তের ফ্যান, এমনকি রাজনৈতিক নেতারাও সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছিলেন। সুশান্তের মৃত্যুর পর যাঁকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেই রিয়া চক্রবর্তীও সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন।

[৫] যদিও প্রাথমিক ভাবে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এস এস বোবদে বলেন পুলিশকে তাদের কাজ করতো দেওয়া হোক। একই কথা বলে মুম্বই এবং বিহার পুলিশ। সুই রাজ্যের পুলিশের তরফেই বলা হয় যে তারা এই তদন্তের কিনারা করতে সক্ষম।

[৬] ইতিমধ্যেই পাটনায় রাজেন্দ্র নগর থানায় রিয়া, তাঁর ভাই শৌভিক-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। এ ছাড়াও তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্তের দাবি জানান। এরপর অভিনেতার বাবার আবেদন মেনে নেয় বিহার সরকার। নীতীশ কুমারের সিদ্ধান্তে সমর্থন জানান বিহারের রাজ্যপাল ফাগু চৌধুরী।

[৭] এরপর কেন্দ্রের কাছে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানায় বিহার সরকার। গত ৫ অগস্ট সেই দাবি মেনে নেয় কেন্দ্র। সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান যে কেন্দ্র বিহার সরকারের দাবি মেনে নিয়েছে। এরপর গতকাল সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হয়ে স্থানান্তর করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়