শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নষ্ট ইঞ্জিন নিয়ে সুরভী ৯ লঞ্চের ঢাকা থেকে যাত্রা, সীমাহীন দুর্ভোগে যাত্রীরা

লাইজুল ইসলাম : [২] বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্য যাত্রা করে সুরভী ৯ লঞ্চ। যাত্রার সময় লঞ্চটিকে ঘুরতে সহায়তা করে কুয়াকাটা নামের লঞ্চ। তখন সবাই জানতে পারে লঞ্চের দুটি ইঞ্জিনের একটি ইঞ্জিন বিকল।

[৩] যাত্রীদের সবার প্রশ্নের উত্তরে লঞ্চ কর্তৃপক্ষ জানায় ইঞ্জিন দ্রুত সময়ের মধ্যে ঠিক করা হবে।

[৪] পরে আর সেই ইঞ্জিন আর ঠিক করতে পারেনি। এই কারনে লঞ্চ নির্ধারিত সময়ের দুই ঘন্টা পরে বরিশাল সদরঘাটে পৌছায়। এতে লঞ্চের যাত্রীরা বেশ বিড়ম্বনায় পরে।

[৫] সোহাল নামের এক যাত্রী বলেন, আমাদের সঙ্গে প্রতারণা করেছে লঞ্চ কর্তৃপক্ষ। তারা বলেছিলো ইঞ্জিনের সমস্যা সমাধান করা সম্ভব। তা তারা পারেনি। এতে সময় নষ্ট হয়েছে। ঘাটে নেমে খালি সড়ক পাওয়া যাবে না। এর কারনে সড়কেও সময় লাগবে বেশি।

[৬] লঞ্চ কর্তৃপক্ষ এই বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, আমরা চেষ্টা করেছি ঠিক করার। কিন্তু সম্ভব হয়নি। এত যাত্রী হঠাৎ করে নামিয়ে দিলে সমস্যা বাড়তে পারতো। তাই সবাইকে গন্তব্যে পৌছে দিয়েছি। তবে সময় কিছুটা বেশি লেগেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়