শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচন না থাকলে চীন, উত্তর কোরিয়া ও ইরান আলোচনার টেবিলে থাকত বললেন ট্রাম্প

রাশিদ রিয়াজ : [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে বসাতে না পারার ব্যর্থতা প্রসঙ্গে বলেছেন সামনে নির্বাচন না থাকলে এতদিনে তিনি ঠিকই ইরানকে আলোচনার টেবিলে নিয়ে আসতে পারতেন। ট্রাম্প বুধবার মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজের ‘ফক্স এন্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন সামনে না থাকলে এখন চীন, উত্তর কোরিয়া ও ইরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার টেবিলে থাকত।

[৩] তবে ইরান বহুবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। সর্বশেষ গত শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেন।

[৪] এ ছাড়া, উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের তিন মাস আগে ওয়াশিংটনের সঙ্গে সংলাপ প্রক্রিয়ার সমাপ্তি ঘোষণা করে বলেছে, মার্কিন সরকারের সঙ্গে আলোচনা প্রক্রিয়া আবার শুরু করার কোনো ইচ্ছে পিয়ংইয়ংয়ের নেই।অন্যদিকে চীনের সঙ্গে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক টানাপড়েন চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার চার বছরের দায়িত্ব পালনকালে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে মার্কিন গণমাধ্যমগুলো নির্বাচনের আগে তার বিরুদ্ধে সরব হয়েছে।

[৫] তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক বলেছেন, মার্কিন সরকার ইরানের মোকাবিলায় সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যও নিজেকে প্রস্তুত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়