শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরোধীদলগুলোর ঐক্য বাধাগ্রস্ত করতে মিথ্যা খবর পরিবেশনের অভিযোগ বিএনপির

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাতের বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। এসব করা হচ্ছে সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য।

[৩] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, এসব বিভ্রান্তিমূলক, অর্থহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত।

[৪] বুধবার বিএনপির বিবৃতিতে আরও বলা হয়েছে, দৈনিক আমাদের সময় ও দৈনিক যুগান্তরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দলের জাতীয় স্থায়ী কমিটির নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়কালে রাজনৈতিক আলোচনা হয়েছে মর্মে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন।

[৫] ওইদিন খালেদা জিয়ার সঙ্গে জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের শুধু ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় হয়েছে। বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন নেতারা। তবে, তার সঙ্গে নেতাদের কোন রাজনৈতিক আলোচনা হয়নি বা বেগম জিয়াও কোন রাজনৈতিক সিদ্ধান্ত দেননি।

[৬] পত্রিকা দুটিতে কোন প্রকার তথ্য যাচাই ছাড়া এধরনের দায়িত্বহীন সংবাদ পরিবেশনে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি এধরনের অসত্য সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়