শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম করোনায় আক্রান্ত

জেরিন আহমেদ: [২] বর্তমানে তিনি চুলাইমেড়ুর হাসপাতালে ভর্তি আছেন। বুধবার হাসপাতাল থেকেই একটি ভিডিও রিলিজ করে এই খবর জানান শিল্পী। সম্প্রতি করোনা নিয়ে একটি গানের জন্য কিংবদন্তি গীতিকার ভাইরামুথুর সঙ্গে কাজ করেছেন বালাসুব্রহ্মণ্যম। সেখানে এসেছে সতর্কবার্তা।

[৩] কয়েক দিন ধরে বালাসুব্রহ্মণ্যমের জ্বর, সঙ্গে আছে সর্দি-কাশি। এরপরই কভিড-১৯ পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকেরা বাড়িতেই কোয়ারেন্টেইনে থাকার পরামর্শ দিলেও বালাসুব্রহ্মণ্যম একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের উদ্বিগ্নতা লক্ষ্য করে তিনি এ সিদ্ধান্ত নেন।

[৪] এ শিল্পী আশা করছেন, খুব শিগগিরই করোনাকে জয় করে হাসপাতাল থেকে মুক্তি পাবেন। এ জন্য বন্ধুদের বারবার ফোন করতে মানা করেছেন।

[৫] ভিডিওতে বালাসুব্রহ্মণ্যম বলেন, “গত ২-৩ দিন ধরে আমার একটা অস্বস্তি হচ্ছিল। বুকে সংক্রমণ ছিল। যেটা একজন গায়কের জন্য উদ্বেগের বিষয়। আমার ঠান্ডা লাগা ও জ্বরও ছিল। এটাকে হালকাভাবে নিইনি। তাই হাসপাতালে গিয়ে চেকআপ করাই। চিকিৎসকরা বলেন এটা করোনা। আমাকে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন তারা। কিন্তু পরিবার খুবই উদ্বিগ্ন হওয়ায় হাসপাতালে ভর্তি হয়ে যাই।

[৬] আমার সব বন্ধুরা এখানে আছেন। আমার শরীর ভালো আছে। চিন্তার কোনো কারণ নেই। তাই আমাকে ফোন করার দরকার নেই। ঠান্ডা লাগা ছাড়া সব ঠিক আছে। আমি সব ফোন ধরতে পারব না। এখানে এসেছি মূলত বিশ্রাম নেব বলে। যাতে কেউ বিরক্ত করতে না-পারে। ধন্যবাদ। আমি ভালো হয়ে যাব।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়