শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর বেসরকারি হাসপাতালগুলো সাধারণ রোগীদের চিকিৎসা দেয়া শুরু করেছে

লাইজুল ইসলাম : [২] ল্যাব এইড, কমফোর্ট, বাংলাদেশ স্পেশালাইজড, ইনসাফ, কমিউনিটি ও বাংলাদেশ মেডিকেলে খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯ সালের এপ্রিল, মে, জুন ও জুলাই মাসে রোগীর সংখ্যা ছিলো মোট বেডের ৭০ ভাগ। এই সময়টায় নিউমোনিয়া, জ্বরসহ সাধারণ রোগী বেশি হতো। এ বছর কোভিডের চারমাসে রোগী এসেছে মাত্র ১০ ভাগ।

[৪] ল্যাব এইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা দীপ জানান, বর্তমানে চিকিৎসক চেম্বার করছেন ৬০ জন। অনলাইনে আছেন ৯০ জন।

[৫] বাংলাদেশ মেডিকেলের চিকিৎসক ডা. তারেক আলম বলেন, কোভিড শুরুর দিকে হাসপাতালের কিছু স্টাফ আক্রান্ত চলে ডাক্তার ও রোগীদের কথা চিন্তা করে চেম্বার বন্ধ ছিলো। এখন খুলছে। সাধারণ সময়ের মতো না হলেও ৬০ ভাগ রোগী ফেরত আসবে। আমাদের ৭০ জন চিকিৎসক রোগী দেখা শুরু করেছে।

[৬] বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী বলেন, আমরা সবার থেকে কিছুটা ব্যতিক্রম এখনো। প্রথম থেকে সমান তালে সাধারণ রোগী দেখে গেছি। এখনো তাই করছি। আমাদের কোনো বেড গত চার মাসে খালি যায়নি। এখনো কোনো বেড খালি নেই।

[৭] কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা বলেন, আমাদের এখানে গরীব রোগীর সংখ্যা বেশি। প্রথম দিকে আমাদের চিকিৎসকরা কিছুটা ভয়ে থাকলেও ধীরে ধীরে তারাই ফিরতে শুরু করে। এখন সব ধরনের রোগী দেখছেন আমাদের চিকিৎসকরা। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়