শিরোনাম

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ১২:৫৩ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে মৌসুমী ঘূর্ণিঝড় ইসাইসের আঘাতে নিহত ৪, ২৮ লাখ মানুষ বিদ্যুৎহীন

সিরাজুল ইসলাম : [২] আটলান্টিক উপকূল দিয়ে সোমবার রাতে এ ঝড় আঘাত হানে। মঙ্গলবার দুইজন মারা গেছে উত্তর ক্যারোলিনা ট্রেইলার পার্কে। প্রচন্ড ঝড়ে তারা পাথরকুচি চাপায় নিহত হন। গাড়ির উপর গাছ পড়ে নিউইয়র্কের বোর কুইন্স ও উত্তর ক্যারোলিনার মেকানিকসভিলে দুইজন মারা গেছে। রয়টার্স

[৩] ১ ক্যাটাগরির ঘূর্ণিঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে গেছে। উল্টে গেছে বহু গাড়ি। নিউইয়র্ক থেকে উত্তর ক্যারোলিনার ২৮ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

[৪] সোমবার রাতে ঝড় শুরু হলে এক মা ও তার দুই শিশু নিখোঁজ হয়। কয়েক ঘণ্টা পর মঙ্গলবার তাদের নিরাপদে উদ্ধার করা হয়। শুধুমাত্র ম্যাসাচুয়েটসেই ২ লাখ ২০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। উত্তর ক্যারোলিনার গভর্নর রয় কপার বলেন, দুপুর আড়াই পর্যন্ত ১ লাখ ৭২ হাজার মানুষ বিদ্যুৎহীন রয়েছে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

[৫] ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেছে, অনেক গাছ উপড়ে রয়েছে। প্রবল বৃষ্টি হচ্ছে। রাস্তায় পানি। নভেল করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে।

[৬] মঙ্গলবার বেলা ১১টায় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৭৫ কিলোমিটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়