শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্দোষ এ্যামোনিয়াম নাইট্রেট কেনো বিস্ফোরক ?

রাশিদ রিয়াজ : [২] এ্যামোনিয়াম নাইট্রেট প্রধানত ব্যবহার করা হয় কৃষি সার হিসেবে। গাছের জন্যে নাইট্রোজেনের এক ভাল উৎস এটি। রাসায়নিক এ উপাদানটি সঠিকভাবে সংরক্ষণ বা বহন করলে কোনো ভয় নেই। নিজে জ¦লে না কিন্তু বায়ুর সংস্পর্শে এলে এটি অন্য বস্তুকে জ¦লতে সাহায্য করে। উষ্ণতায় গলিত পর্যায়ে চলে গেলে তা বিস্ফোরকে পরিণত হতে পারে। স্পুটনিক

[৩] উপাদানের দিক থেকে এ্যামোনিয়া নাইট্রেট নিজে বিস্ফোরক নয়, এর সঙ্গে তেল বা রাসায়নিক যৌগ মিশালে তা ভয়াবহ বিস্ফোরকে পরিণত হয় বলে জানান মেলবোর্ন ইউনিভার্সিটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক গ্যাব্রিয়েল দা সিলভা।

[৪] সহজে সার হিসেবে সংগ্রহ করে এটি সন্ত্রাসীরা গাড়ি বোমা ও নাশকতার কাজে বিস্ফোরক হিসেবে ব্যবহার করে। ২০০৭ সালে লন্ডনে এ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করে বিস্ফোরক তৈরির চেষ্টার জন্যে ৫ জনকে জেল দেয়া হয়।

[৫] ব্রিটিশ বোমা নিস্ক্রীয় দলে ২০ বছরের অভিজ্ঞ প্রফেসর এ্যালান হ্যাচার বলেন ৭০ দশক থেকে আইআরএ এ্যামোনিয়াম নাইট্রেটকে বিস্ফোরকের কাঁচামাল হিসেবে বেছে নেয়। ১৯৯৫ সালে ওকলাহোমায় ২২’শ কেজি এ্যামোনিয়াম নাইট্রেট ভর্তি একটি ট্রাক বোমা বিস্ফোরণে ১৬৮ জন মারা যায়। যাদের মধ্যে ১৯ জন শিশু ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়