শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হংকংয়ের সবচেয়ে ধনী পরিবারের লোকসান ৮ বিলিয়ন ডলার

রাশিদ রিয়াজ : [২] কোভিড মহামারীর আগেই হংকংয়ে গণতন্ত্রকামী আন্দোলন, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, নৈরাজ্যে যে বাণিজ্যিক ক্ষতির জের শুরু হয়েছিল তা থেকে ধনীরা নিস্তার পায়নি। বিশে^র সবচেয়ে ব্যয়বহুল রিয়েল এস্টেট বাজারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে হংকংয়ের সবচেয়ে ধনী পরিবার কক্স’এর সান হাং কাই প্রপার্টিজ লি: লোকসান গুণেছে ৮’শ কোটি ডলার। ব্লুমবার্গ

[৩] ১৯৯৭ সাল থেকে হংকংয়ের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে সংকট শুরু হয়। কক্স পরিবারের সান হাং কাই লিমিটেডের ব্যবসা এখন সঙ্কুচিত হয়েছে কোম্পানিটির মোট সম্পদের অর্ধেক পরিমানের সমান। যা হতাশার রেকর্ড সৃষ্টি করেছে।

[৪] গত ১২ মাসে কোম্পানিটির বিক্রি কমেছে ৩০ বিলিয়ন ডলার। সুউচ্চ বহুতল ভবন, হোটেল, শপিং মল, এ্যাপার্টমেন্ট ব্লকের রমরমে ব্যবসায় শীর্ষে ছিল সান হাং কাই। শেয়ার বাজারে সূচক পতন শুরু দিয়ে কোম্পানির ব্যবসায় মন্দা দেখা দেয়। বিষয়টি বিনিয়োগকারীদের মনে প্রবল উদ্বেগ সৃষ্টি করে।

[৫] জর্জটাউন ইউনিভার্সিটির ম্যাকডোনাফ স্কুল অব বিজনেসের অধ্যাপক গিলেস হিলারি বলেন হংকংয়ের বাণিজ্যে সেই সুদিন ফিরে আসা বেশ কঠিন হবে। বিশেষ করে নতুন নিরাপত্তা আইন কার্যকর করার পর বিনিয়োগকারীরা হংকং নিয়ে উৎকণ্ঠায় রয়েছে।

[৬] সান হাং কাই উপকূল শহর হ্যাংঝুতে ১.৯ বিলিয়ন ডলার বিনিয়োগ করে একটি বাণিজ্যিক প্রকল্পে। গত নভেম্বরে কোম্পানিটি ৫ বিলিয়ন ডলার রেকর্ড বিনিয়োগ করে একটি রেলওয়ে স্টেশন নির্মাণ প্রকল্পে। কিন্তু হংকংয়ের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে অফিস খালির পরিমান গত ১৫ বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শপিং মল ভাড়া ও বাড়ির মূল্য হ্রাস পেয়েছে রেকর্ড পরিমানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়