শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলেদের জালে পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ

ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের পাশাপাশি সামুদ্রিক মাছের সরবরাহ অনেক বেড়েছে। কমেছে দামও। পর্যাপ্ত ইলিশ আসায় খুশি ব্যবসায়ীরা। এটা সরকারের নেয়া নানা কার্যক্রমের সুফল বলে মনে করেন সংশ্লিষ্টরা।

টানা ৬৫ দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ, ডেলা, টোনা, পোয়াসহ সামুদ্রিক অন্যান্য প্রজাতির মাছ। সামুদ্রিক মাছের পাইকারি বাজার পটুয়াখালী মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে শুরু করেছে এসব মাছ।

বর্তমানে ১ কেজি ওজনের ইলিশের মণ ৩০ থেকে ৩৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

দুমাস অবরোধের কারণে অনেক জেলেকে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে। এখন সমুদ্রে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় তারা ধার দেনা পরিশোধ করতে পারবেন বলে জানান। সাগরে পর্যাপ্ত মাছ পাওয়ায় দারুন খুশি জেলেরা।

জেলেদের একজন বলেন, 'সমুদ্রে অনেক বড় বড় মাছ পাচ্ছি। ধার দেনা যা আছে সব এখন শোধ করতে পারছি।' সমুদ্রে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ায় খুশি আড়ৎদাররাও।

মহিপুর মৎস্য আড়ৎদার ও মালিক সমিতির সহ-সভাপতি মোঃ আব্বাস উদ্দীন বলেন, 'সাগরে বড় বড় ইলিশ ধরা পড়ছে। আমরা সবাই খুশি।'

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহর মতে, অবরোধের কারণেই ইলিশের সরবরাহ অনেক বেড়েছে।

জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী জেলায় এক লাখ জেলের মধ্যে নিবন্ধিত ৪৮ হাজার জেলের সবাই ভিজিএফ কার্ডের মাধ্যমে সরকারি চাল সহায়তা পান। সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়