শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোভাভ্যাক্সের কোভিড টিকায় ১০০% অ্যান্টিবডি তৈরি, সক্রিয় টি-কোষ, টিকা তৈরি হবে ২’শ কোটি

রাশিদ রিয়াজ : নোভ্যাভ্যাক্সের প্রধান ভাইরোলজিস্ট ডক্টর গেগরি গ্লেন বলেছেন, প্রথম পর্বের ক্লিনিকাল ট্রায়ালে টিকার দুটি ডোজেই শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া

[৩] ডক্টর গেগরি গ্লেন বলছেন সব ঠিক থাকলে ডিসেম্বরের আগেই ভ্যাকসিন চলে আসবে বাজারে। ১০০-২০০ কোটি ভ্যাকসিনের ডোজ তৈরির পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ের ট্রায়ালে ১৩১ জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবককে বেছে নেয়া হয়। এদের বয়স ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে। ৫ ও ২৫ মাইক্রোগ্রামের ডোজে টিকা দেওয়া হয়। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিনের মাথায় দেয়া হয় দ্বিতীয় ডোজ ইনজেক্ট করা হয়। নোভাভ্যাক্স জানিয়েছে, প্রথমবার ডোজের পরে আট জনের শরীরে জ্বর, ঝিমুনি, বমিভাবের মত মৃদু উপসর্গ দেখা যায় এবং কিছুদিনের মধ্যেই তা সেরে যায়।

[৫] দ্বিতীয়বার ডোজ দেওয়ার পরে স্বেচ্ছাসেবকদের পর্যবেক্ষণে রেখে দেখা যায় ১০০ শতাংশের শরীরেই করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে। বি-কোষ সক্রিয় করে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করছে। অন্যদিকে, ভ্যাকসিনের ম্যাট্রিক্স-এম উপাদান টি-কোষকে সক্রিয় করে তুলেছে। ফলে একদিকে অ্যান্টিবডি, অন্যদিকে টি-কোষ মিলিতভাবে রোগ প্রতিরোধ শক্তি গড়ে তুলছে।

[৬] ডক্টর গ্রেগরি বলছেন, ভ্যাকসিন তৈরির জন্য কোভিডের স্পাইক গ্লাইকোপ্রোটিনকে ব্যবহার করা হয়েছে। ভাইরাল প্রোটিনকে আগে নিষ্ক্রীয় করে নেয়া হয় যাতে মানুষের শরীরে তার ক্ষতিকর প্রভাব না পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়