শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০৪:৩৯ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় মোটরসাইলেক প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ

আবু জাহের: [২] ঢাকা-বগুড়া মহাসড়কে শাহজাহানপুর মোটরসাইকেল প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুত্বর আহত এবং শেরপুর উপজেলার বাসের পিছনের বাস ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা লেগে ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (৪ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় নয়মাইল জোড়া পাম্প এলাকায় মোটরসাইকেল প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ হয়। এবং শেরপুর উপজেলার বাসষ্ট্যান্ড এলাকায় বাসের পিছনের বাস ধাক্কা দিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

[৩] দুর্ঘটনায় আহতরা হলেন, নওগাঁ মান্দা এলাকার নাহার (৪০), রশিদা খাতুন (৫০) ও সুমি খাতুন (২৫), নওগাঁ সদরের নাছরিন (৩০), সিরাজগঞ্জ সাদাদপুরের আবুল হোসেন (৫০), অন্য তিন জনে নাম পাওয়া যায়নি।

[৪] জানা যায়, ঢাকা থেকে বগুড়াগামী প্রাইভেটকার নয়মাইল জোড়া পাম্প এলাকায় পৌছালে বিপরীদগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইলেকে থাকা অজ্ঞাত নামা দুই জন গুরুত্বর আহত হয়। এবং প্রাইভেট কারের একজন আহত হয়।

[৫] অন্যদিকে, নওগাঁ থেকে যাত্রী নিয়ে ঢাকাগামী মৌ (দেবাশীষ) পরিবহন ও রকি পরিবহন রাত্রি ১২টায় শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় পৌছালে পুলিশের টহলকৃত পিকআপ গাড়ীতে রকি পরিবহন ধাক্কা দেয়। দ্রুতগামী পিছনে থাকা মৌ (দেবাশীষ) পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রকি পরিবহনকে পিছনে ধাক্কা দিয়ে বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ২টি গাড়ীর ৫ জন গুরুতর আহত হয়।

[৬] শেরপুর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসার জন্য ভার্তি করে।

[৭] এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার মো: রতন হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতলে পাঠিয়ে দিয়েছি। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়