শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ড্র করা জয়ের সমান: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : [২] ক’রোনা মহামারিতে বেশিরভাগ দেশই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছে। মোটা অঙ্কের আর্থিক ক্ষতি এড়াতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) নিয়েছে ভিন্ন পন্থা। জৈব সুরক্ষিত পরিবেশে দর্শকশূন্য মাঠে চার মাসের স্থবিরতা কাটিয়ে তারাই ফিরিয়েছে মাঠের ক্রিকেট।

[৩] ইসিবির আহবানে সাড়া দিয়ে তিন টেস্টের সিরিজ খেলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। একইভাবে ইসিবির ডাকে তিন টেস্ট আর তিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান দল আছে ইংল্যান্ডে। তবে উইন্ডিজদের সিরিজ হারানোতে স্বাগতিকরা এগিয়ে থাকবে। আর তাই ইংলিশদের বিপক্ষে ড্র করাটাই জয় মনে করছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি।

[৪] তার ভাষায়, “টেস্ট ম্যাচের প্রসঙ্গ আসলে ইংলিশ কন্ডিশন সবসময়ই অনেক কঠিন। দলের প্রতি আমার উচ্চাশা রয়েছে। আমি মনে করি, তারা যদি সিরিজটা ড্রও করতে পারে, তাহলে এটিও হবে জয়ের সমান।”

[৫] এছাড়া পাকিস্তানের কোচিং স্টাফদের প্রসংশা করে আফ্রিদি বলেন, “আমার মতে, এই ম্যানেজম্যান্টের উপস্থিতিটা আমাদের জন্য বড় পাওয়া। এসব সাবেক মহারথীরা বর্তমান খেলোয়াড়দের সঠিকভাবে এগিয়ে নিতে পারবে- এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী।”

[৬] জৈব-সুরক্ষিত পরিবেশে আগামী ৫ আগস্ট ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান। এরপর ১৩ ও ২১ আগস্ট সাউদাম্পটনে হবে সিরিজের দ্বিতীয় ও তৃৃতীয় টেস্ট। এছাড়া ২৮ আগস্ট শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি টি-টোয়েন্টি হবে ৩১ আগস্ট ও ২ সেপ্টেম্বর।
-দ্যা টেন ক্রিকেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়