শিরোনাম

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ কোরিয়ায় প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা, ভূমিধ্বসে নিহত ১৪

সিরাজুল ইসলাম : [২] এক হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। টানা বর্ষণের ৪২তম দিন মঙ্গলবার এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। গত সাত বছরের মধ্যে এটাই সব চেয়ে দীর্ঘ স্থায়ী মৌসুমী বৃষ্টিপাত। রয়টার্স

[৩] পানির তোড়ে রাজধানী সিউলে হাইওয়ে ও সেতু বিলীন হয়ে গেছে। কয়েক দিন ধরে চীন, থাইল্যান্ড, মিয়ানমার ও ভারতে প্রবল বর্ষণ হচ্ছে।

[৪] সিউলের উত্তরাঞ্চলে গিপিইয়ং এলাকায় সোমবার ৬৫ বছরের এক নারী, তার মেয়ে (৩৬) এবং তিন নাতিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তারা ভূমিধ্বসে মারা গেছে বলে মনে করছেন কর্মকর্তারা। তারা নিউ জিল্যান্ডের বাসিন্দা।

[৫] ৪২ দিনের প্রবল বর্ষণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। তিনি প্রাণহানী ঠেকাতে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া অন্যান্য ক্ষতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এরই মধ্যে সেখানকার লোকজন নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে।

[৬] ইয়নহ্যাপ সংবাদ সংস্থা জানিয়েছে, হান নদীর তীরের ঘরবাড়ি, রাস্তাঘাট ও সেতু সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী উত্তর কোরিয়ায়ও সম্ভাব্য বন্যায় ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

[৭] দক্ষিণ কোরিয়ার কিছু এলাকায় ২০ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উত্তর কোরিয়া নোটিশ ছাড়াই সোমবার সীমান্ত এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাধের গেট খুলে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়