শিরোনাম
◈ পঞ্চম টি-টো‌য়ে‌ন্টি পরিত্যক্ত হওয়ায় অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ জিতলো ভারত   ◈ ভোটের নিরাপত্তা পরিকল্পনা: রেড, ইয়েলো ও গ্রিন জোনে সাজানো হবে দেশ ◈ শিক্ষকদের আন্দোলন যৌক্তিক নয়, ১৩ থেকে ১০ম গ্রেডে আনার যুক্তি নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ◈ জামায়াতসহ ৮ দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা ◈ অর্ধ ট্রিলিয়ন ডলারের মালিক হয়েও যে কারণে সাধারণ জীবনে ইলন মাস্ক, এত সম্পদ দিয়ে কী করেন? ◈ কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান ◈ যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, যাত্রীদের চরম ভোগান্তি ◈ কিছু দল জোরপূর্বক দাবি আদায় করতে চায় : আমীর খসরু ◈ ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০১:২২ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোশাক শিল্পখাতে কোভিডের প্রভাব নিয়ে ডিজিটাল জরিপ

শরীফ শাওন : [২] সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভলোপমেন্ট সিইডি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তৈরি ম্যাপড ইন বাংলাদেশ (এমআইবি) প্রকল্পের মাধ্যমে নেদারল্যন্ডসের আর্থিক সহায়তায় এ জরিপ চালানো হয়।

[৩] পরিসংখ্যানে বলা হয়, মহামারিতে শতকরা ৯ শতাংশ কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। সচল কারখানার সংখ্যা ১ হাজার ৮৫০টি। এর মধ্যে স্থায়ীভাবে বন্ধ হয়েছে ১৯৮টি, সাময়িক বন্ধ হয়েছে ২৮৬টি। মাস্ক ও পিপিই তৈরি করছে ১৪৩ টি এবং রপ্তানির দাবি করছে ৬৯ টি কারখানা কর্তৃপক্ষ।

[৪] চলতি বছরের শুরুর দিকে পর্যবেক্ষণ শুরু করে ২০ জুলাই দ্বিতীয় পর্যায়ে জরিপ শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ফোন কলের মাধ্যমে ডাটা সংগ্রহ করা হয়েছে। ঢাকা, গাজীপুর থেকে ২,৩৩৪টি এবং নারায়নগঞ্জ, চট্টগ্রাম থেকে ৩,৩৪২টি কারখানার উপর এ জরিপ চালানো হয়েছে।

[৫] পরিসংখ্যানে বলা হয়, বিজিএমইএ এবং বিকেএমইএর সদস্য কারখানাগুলো উৎপাদন সক্ষমতার ৭০ দশমিক ৬ শতাংশ, সদস্য নয় এমন কারখানায় উৎপাদন সক্ষমতরা ৫৯ দশমিক ৮ শতাংশ উৎপাদনে সক্ষম হয়েছে।

[৬] মহামারির আগের তুলনায় কর্মশক্তি ব্যবহার হয়েছে ৯২ শতাংশ। বেশি কর্মশক্তি ব্যবহার হয়েছে ঢাকায়, ৯৬ দশমিক ৯ শতাংশ এবং সবচেয়ে কম ব্যবহার হয়েছে গাজীপুরে, ৮৯ শতাংশ। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়