শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ ও পাকিস্তানে রেকর্ড রেমিটেন্স এসেছে, ভারতে কমেছে ২৫ শতাংশ

বিশ্বজিৎ দত্ত : [২] এশিয়ান ডেভলাপমেন্ট ব্যাংকের হিসাবে বিশ্বে রেমিটেন্স কমেছে ১০৮.৬ বিলিয়ণ। জুনে বাংলাদেশে রেমিটেন্স এসেছে ২৬০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক বলেছে এটি রেকর্ড রেমিটেন্স। গত বছর এই সময়ে রেমিটেন্সের পরিমাণ ছিল ১৮৩ কোটি ডলার।

[৩] পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকও বলছে ঈদে তাদের রেকর্ড রেমিটেন্স এসেছে, তাদের রেমিটেন্সের পরিমাণ২৪৭ কোটি ডলার। গত বছরের এই সময়ে তাদের রেমিটেন্স ছিল ১৬ কোটি ডলার। এই হিসাবে পাকিস্তানের রেমিটেন্স বেড়েছে ৫০ শতাংশ।

[৪] ভারতে জুনে কত রেমিটেন্স এসেছে তার হিসাব কেন্দ্রীয় ব্যাংক দেয়নি। তবে তারা বলেছে কোভিড কালিন গত ৪ মাসে তাদের রেমিটেন্স কমেছে ২৫ শতাংশ। ভারতে প্রতি বছর রেমিটেন্স আসে ৭৬ বিলিয়ন ডলারের। তাদের রেমিটেন্সের বেশির ভাগ আসে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র থেকে। আরবআমিরাত থেকে ভারতে রেমিটেন্স আসে ২০ বিলিয়ন ডলারের।

[৫] এডিবির হিসাবে রেমিটেন্স কমার পরেও বাংলাদেশ ও পাকিস্তানে রেমিটেন্স বৃদ্ধির বিষয়ে উভয়দেশের অর্থনীতিবিদরাই বলছেন, কোভিড কালীন উদ্বেগ থেকে প্রবাসীরা ঈদে তাদের আত্মিয়দের কাছে একটু বেশি অর্থ পাঠিয়েছে। আবার যারা চাকুরি হারাচ্ছেন তারাও তাদের শেষ জমানো অর্থ নিয়ে দেশে ফিরছেন।

[৬] বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল বলছেন, হুন্ডি কমে যাওয়া ও রেমিটেন্সে প্রণোদনা দেওয়ায় রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে। করোনার সময়ে আত্মিয়স্বজনদের একটু বাড়তি স্বস্তি দিতেও প্রবাসীরা বেশি রেমিটেন্স পাঠিয়েছে এটিও এশটি কারণ বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়