শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি ড্যাবের

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন-আল-রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম যৌথ বিবৃতিতে বলেন, অন্যথায় পরবর্তী পরিস্থিতির জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে।

[৩] নেতৃদ্বয় বলেন, বিরুপ পরিপত্র জারি করে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের বিভ্রান্ত করা হচ্ছে। সরকারের বিমাতৃসুলভ আচরণ, ভূল সিদ্ধান্ত, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নকল ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদানে ইতিমধ্যে শতাধিক চিকিৎসক শাহাদাৎ বরণ করেছেন।

[৪] তারা বলেন, সরকারের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরা ও ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে উপনীত হলো। ড্যাব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এরুপ হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

[৫] মঙ্গলবার বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাস আবির্ভাব এর শুরু থেকেই সারাবিশ্ব যখন সম্মুখ যোদ্ধাদের বিভিন্নভাবে সম্মানিত করছেন, উৎসাহিত করছেন তখন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের বীর সেনানীদের অপমান, অপদস্ত করে নিরুৎসাহিত করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়