শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৪টি নির্দেশনা মানার শর্তে আদালতের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হচ্ছে আজ

মামুন-অর-রশিদ: [২] গত ৩০ জুলাই এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের বিষয়টি উল্লেখ করে বলা হয়, ‘অধস্তন সব দেওয়ানী ও ফৌজদারী আদালত এবং ট্রাইব্যুনাল সমূহ ৫ আগস্ট বুধবার থেকে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে। এ ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ১৪টি নির্দেশনা মানতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।

[৩] বরিশাল জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা গেছে, ‘সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ আগস্ট থেকে আদালতের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সে অনুযায়ী আদালত প্রাঙ্গণে এজলাস কক্ষে স্বাস্থ্য সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি সবাইকে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

[৪] দেশে করোনাকালে গত ২৬ মার্চের পরে দফায় দফায় সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়। ৩০ মার্চের পরে সাধারণ ছুটি আর না বাড়লেও আদালত অঙ্গনে নিয়মিত কার্যক্রমের পরিবর্তে নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চুয়াল বিচার কাজ অব্যাহত থাকবে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এর মধ্যে গত ৯ মে ভার্চুয়াল কোর্ট শুনানীর জন্য আদেশ জারীর পরে ১০ মে থেকে উচ্চ আদালতে এ কার্যক্রম শুরু করেন প্রধান বিচারপতি। এপর থেকে নিম্ন আদালত ভার্চুয়াল আদালতে জামিন শুনানী শুরু হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়