শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ০৮:৩৪ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে করোনা আক্রান্ত জেলা ট্রাফিক পুলিশের ঈদের খাবার পৌঁছে দিতে হাসপাতালে পুলিশ সুপার

তপু সরকার: [২] শেরপুরে করোনা আক্রান্ত সহকর্মীর খোঁজ নিতে এবং ঈদের খাবার পৌঁছে দিতে নিজেই হাসপাতালে ছুটে গেলেন শেরপুরের এসপি আশরাফুল আজীম। জেলা ট্রাফিক পুলিশে কর্মরতএ টি এস আই ওয়াহেদুল ইসলাম পাশে ।

[৩] বর্তমানে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন। প্রয়োজন হলে তার উন্নত চিকিৎসারও ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন পুলিশ সুপার।

[৪] সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদের আগের দিন ওয়াহেদুল ইসলামের করোনা শনাক্ত হয়। এরপর থেকেই তিনি শেরপুর জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন। ঈদের দিন দুপুরে এসপি তার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান এবং তার জন্য দুপুরের ও রাতের খাবারের ব্যবস্থা করেন। এছাড়া ঈদে তার পুরো পরিবারের সদস্যদের জন্য জামা-কাপড়সহ নানা ধরনের উপহার সামগ্রী পাঠিয়ে দিয়েছেন তিনি।

[৫] ট্রাফিক পুলিশ সদস্য ওয়াহেদ এসপির এ মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, ট্রাফিক পুলিশ সদস্য ওয়াহেদের বাড়ি পার্শ্ববর্তী জেলা জামালপুর শহরের রামনগর গ্রামে। তার সংসারে স্ত্রী ও দুই ছেলে রয়েছে। গত প্রায় দুই বছর আগে বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগে যোগদান করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়