শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অযোধ্যায় ১৭৫ অতিথির তালিকায় নেই আডবাণী

রাশিদ রিয়াজ : [২] আজ বুধবার অযোধ্যায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক রামমন্দিরের ভূমিপূজন অনুষ্ঠান। রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ বলা হয়েছে, ভূমিপূজনে আমন্ত্রিতের সংখ্যা ১৭৫ জন। প্রধান অতিথি চার জন। টাইমস অব ইন্ডিয়া

[৩] প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস প্রধান মোহন ভগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন পটেল ভূমিপূজনের প্রধান অতিথি। এ ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, রামমন্দির আন্দোলনের নেতৃত্ব এবং ধর্মীয় সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। রামমন্দির ট্রাস্টের তরফে চেয়ারম্যান চম্পত রাই বলেছেন, শুধু হিন্দু সংগঠনের নেতাদেরই আমন্ত্রণ জানানো হয়নি। সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, শিখ ধর্মীর নেতা-সহ অন্যান্য অনেক ধর্মের নেতাদেরই ৫ আগস্টের ঐতিহাসিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

[৪] মোট পাঁচটি মঞ্চ করা হয়েছে মন্দির প্রাঙ্গনে। মূল মঞ্চে থাকবেন মোদী, যোগী, ভগবতরা। তাঁদের সঙ্গে ওই মঞ্চে বসবেন রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যানও। বাকি মঞ্চগুলিতে সামাজিক বা শারীরিক দূরত্ব বজায় রেখে বসবেন বাকি অতিথিরা।

[৫] ইতিমধ্যেই করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে অযোধ্যায়। প্রধান পুরোহিতের সহকারী পুরোহিত প্রদীপ দাস আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। সেদিনই জানা গিয়েছিল রামমন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ জন পুলিশকর্মীও কোভিডে আক্রান্ত হয়েছেন। সোমবার আরও এক পুরোহিতের কোভিডে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

[৬] প্রধানমন্ত্রী মোদী হেলিকপ্টারে অযোধ্যায় নামার পর যে পথে রামমন্দির প্রাঙ্গনে যাবেন সেই পথ রোববার থেকে স্যানিটাইজ চলছে। একইসঙ্গে আশপাশের একাধিক মন্দিরও স্যানিটাইজ করা হচ্ছে। জীবাণুমুক্ত করা হচ্ছে সরযূ নদীর তীরও।

[৭] লালকৃষ্ণ আডবাণীকে মন্দির প্রাঙ্গনে আসার আমন্ত্রণ না জানানো নিয়ে ট্রাস্টের চেয়ারম্যান বলেন, “করোনাভাইরাসের কারণে আমরা ৯০-এর বেশি বয়সীএ মানুষকে আমন্ত্রণ জানাইনি। এই পরিস্থিতিতে আডবাণীজি কী করে দিল্লি থেকে অযোধ্যায় আসবেন?”

  • সর্বশেষ
  • জনপ্রিয়