শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পেনের সাবেক রাজা জুয়ান কার্লোস দেশ ছাড়ছেন

রাশিদ রিয়াজ : [২] দেশটির সাবেক এই রাজার বিরুদ্ধে সৌদি আরবে হাইস্পিড ট্রেন প্রকল্প বাবদ সাবেক সৌদি বাদশাহর কাছ থেকে ১০ কোটি ডলার উৎকোচ নেয়ার অভিযোগ ওঠে। স্পেনের সুপ্রিম কোর্ট বিষয়টি তদন্ত করছে। এরপর রাজা জুয়ান কার্লোস দেশ ছাড়ছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন। ডেইলি মেইল

[৩] কোন দেশে জুয়ান কার্লোস যাচ্ছেন তা জানাননি। তবে একটি সূত্র বলছে তিনি ইতিমধ্যে ডোমিনিক রিপাবলিকে চলে গেছেন। ৮২ বছরের সাবেক এই রাজা স্পেনের সিংহাসনে আরোহন করেন ১৯৭৫ সালে। ৪০ বছর রাজত্ব করার পর ২০১৪ সালে তিনি সিংহাসন ত্যাগ করেন।

[৪] স্পেনের প্রধানমন্ত্রী দিন কয়েক আগে বলেন সাবেক রাজা জুয়ান কার্লোসের বিরুদ্ধে তদন্তে ‘বিরক্তিকর’ তথ্য পাওয়া গেছে। সোমবার স্পেনের বর্তমান রাজা ফিলিপ যিনি জুয়ান কার্লোসের সন্তান তার কাছে দেশ ছেড়ে চলে যাওয়ার কথা জানান কার্লোস।

[৫] জুয়ানের বিরুদ্ধে সুইস ব্যাংকে অপ্রদর্শিত অর্থ রাখা সহ একাধিক প্রেয়সী ও ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। তদন্তে সৌদি আরবের কাছ থেকে সাড়ে ৫ বিলিয়ন রিয়াল নেয়ার খোঁজ পাওয়া গেছে।

[৬] স্পেনের রাজকীয় পরিবারের ওয়েবসাইটে জানানো হয় সাবেক রাজা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। জুয়ানের রাজার আইনজীবী এ ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

[৭] দেশবাসীর উদ্দেশ্যে লেখা এক চিঠিতে সাবেক এই রাজা বলেছেন প্রশান্তি নিয়েই তিনি দেশ ছাড়ছেন। যতদিন রাজা ছিলেন ততদিন দেশের মঙ্গলের জন্যেই তিনি কাজ করেছেন বলে জানান। চিঠিতে তিনি তার নাগরিকদের পিতা হিসেবে মঙ্গল কামনা করে স্বাক্ষর করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়