শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জের ইটনায় নৌকাডুবিতে নিখোঁজ এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার

তন্ময় আলমগীর : [২] কিশোরগঞ্জের ইটনায় ঢেউয়ের তোড়ে যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা ডুবে নিখোঁজ হওয়ার পরদিন সুমাইয়া (১৮) নামে এক নববধূ, হীরামনি (৫) নামে এক শিশু ও হাসান আলী (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

[৩] রোববার (২ আগস্ট) বিকালে উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকার ধনু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার পর সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে একে একে এই তিনজনের লাশ উদ্ধার করে স্থানীয় ডুবুরিদল।

[৪] মর্মান্তিক এই নৌদুর্ঘটনায় নিহত তিনজনই উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাওরা গ্রামের বাসিন্দা ও এক পরিবারের সদস্য।

[৫] এর মধ্যে নিহত হাসান আলী মাওরা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। পরিবারের বাকি দুইজনের মধ্যে নিহত নববধূ সুমাইয়া নিহত হাসান আলীর নাতি মো. মোখলেস মিয়ার স্ত্রী আর শিশু হীরামনি নিহত হাসান আলীর বড় মেয়ে নূরুন্নাহারের মেয়ে। হীরামনির বাবার নাম বরজু মিয়া।

[৬] অন্যদিকে সুমাইয়া পার্শ্ববর্তী কুর্শি গ্রামের খোকন মিয়ার মেয়ে। মাত্র মাস দেড়েক আগে মোখলেস মিয়ার সাথে সুমাইয়ার বিয়ে হয়।

[৭] নিহত হাসান আলীর ছেলে মো. খোকন মিয়া জানান, ঈদের পরদিন রোববার (২ আগস্ট) দুপুরের দিকে ১২ জন আত্মীয়স্বজনসহ তার বাবা হাসান আলী একটি ইঞ্জিনচালিত ছোট্ট নৌকা নিয়ে মাওরা গ্রাম থেকে পাশের কুর্শি গ্রামে মেয়ে সামসুন্নাহারের বাড়িতে যান।

[৮] সেখান থেকে বিকালে ফেরার সময় সাড়ে ৫টার দিকে বাড়ির কাছাকাছি এসে ঝড়োবাতাসে ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদীতে ডুবে যায়।

[৯] এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও হাসান আলী, তার নাতবৌ সুমাইয়া ও নাতিন হীরামনি পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও ওইদিন আর তাদের কোন সন্ধান করতে পারেননি।

[১০] ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর পারিবারিকভাবে বেলা ১১টার দিকে এক সঙ্গেই তিনজনের দাফন সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়