শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুলাই মাসে বিজিবির অভিযানে ৫০ কোটি ৪২ লাখ ৯৭ হাজার টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

সুজন কৈরী : [২] দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে বিজিবি এসব জব্দ করা হয়।

[৩] বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, জব্দ মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৪১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৫৪,৭৯৩ বোতল ফেন্সিডিল, ৫,৯৩১ বোতল বিদেশী মদ, ১,৬১৪ ক্যান বিয়ার, ১,২১৬ কেজি গাঁজা, ২ কেজি ৩৭০ গ্রাম হেরোইন, ১৫,৭৭১টি উত্তেজক ইনজেকশন, ৭,৫৬৭টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট এবং ৮ লাখ ৯৪ হাজার ৭টি অন্যান্য ট্যাবলেট।

[৪] চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১ কেজি ৪২৫ গ্রাম স্বর্ণ, ৫৩ কেজি ৫২৩ গ্রাম রুপা, ১ হাজার ১৮৯টি ইমিটেশনের গহনা, ৩৮,৭৭৯টি কসমেটিক্স সামগ্রী, ২,৫২১টি শাড়ি, ১৪৫টি থ্রিপিস, শার্টপিস, ১২০টি তৈরী পোশাক, ১ হাজার ৮৩ ঘনফুট কাঠ, ৮৪৯ কেজি চা পাতা, ৪টি ট্রাক, একটি প্রাইভেটকার, নয়টি পিকআপ, ২২টি সিএনজি বা ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৫০টি মোটর সাইকেল।

[৫] একটি পিস্তল, দুটি বন্দুক, দুটি পাইপ গান, একটি এলজি এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

[৬] এছাড়া, সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক পাচার ও চোরাচালানে জড়িত অভিযোগে ২৬১ জন চোরাকারবারীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২৪ জন বাংলাদেশী ও চার জন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়