শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুন্দর ঢাকা গড়তে এই শহরে ময়লা-আবর্জনা ফেলব না: মেয়র আতিকুল

সুজিৎ নন্দী: [২] কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের জন্য নগরবাসীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আসুন আমরা প্রতিজ্ঞা করি, ঢাকা শহরে আমরা কোনো ময়লা-আবর্জনা ফেলব না। তারা অত্যন্ত পরিশ্রম করে রাতদিন খেটে কোরবানির বর্জ্য অপসারণ করেছেন।

[৩] আতিকুল ইসলাম বলেন, এই কোরবানির ঈদ ছিল মহামারিকালীন ঈদ। এখানে মহামারির চ্যালেঞ্জ ছিল। সবকিছু মিলিয়ে আমাদের সিটি করপোরেশনের কাছে এই ঈদ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমরা মনে করি এই চ্যালেঞ্জিং ঈদের সময় নগরটাকে সুন্দরভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পেরেছি।

[৪] মেয়র আরও বলেন, আপনারা দেখেছেন আমরা প্রথমবারের মতো নির্দিষ্ট স্থানে ৪শ’টি কোরবানি দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা মনে করি, আগামীতে আপনারা নির্ধারিত স্থানে পশু কোরবানি দেবেন এবং আমরা চাই সুন্দর ঢাকা শহর গড়তে।

[৫] ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা শহর থেকে আমরা উপার্জন করি। আমাদের সন্তানরা এই শহরে পড়াশোনা করে। তারা বড় হচ্ছে ঢাকা শহরে। এই শহরকে পরিষ্কার করা আমাদের সকলের দায়িত্ব। আসুন আমরা প্রতিজ্ঞা করি ঢাকা শহরের নিয়ম-কানুন আমরা মেনে চলব।

[৬] সোমবার এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। আতিকুল ইসলাম ডিএনসিসির সকল কাউন্সিলর, সংরক্ষিত মহিলা আসনের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মীদের ধন্যবাদ জানান। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়