শিরোনাম
◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ১২:০১ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঋণ পুনরুদ্ধারে ব্যর্থ এইচএসবিসি’র লাভ ৬৫ শতাংশ হ্রাস

রাশিদ রিয়াজ : [২] এইচএসবিসি বলছে তাদের বিশ্লেষণ সঠিক না হওয়ায় এবছর প্রথম ৬ মাসে তাদের লাভ কমেছে ৪.৩ বিলিয়ন ডলার। ব্রিটেনের বহুজাতিক এ ব্যাংকটির প্রধান নির্বাহী নোয়েল কুইন কোভিড মহামারি, সুদের হার হ্রাস, ভূ-রাজনৈতিক ঝুঁকি ও বাজারে অস্থিরতার কারণেই তাদের লাভ হ্রাস পেয়েছে। সিএনবিসি

[৩] ইউরোপের সবচেয়ে সম্পদশালী এ ব্যাংকটির এ লাভ হ্রাস অবশ্য কর দেয়ার আগেই হয়েছে। এক বছর আগে একই সময়ে এ লাভের পরিমান ছিল ১২.৪১ ডলার। একই সময়ে ব্যাংকটির আয় কমেছে ৯শতাংশ অর্থাৎ ২৬.৫ বিলিয়ন ডলার।

[৪] বিবৃতিতে নোয়েল কুইন বলেন তার স্মৃতিতে কোভিড পরিস্থিতির কারণে ব্যাংকাটির এমন দুর্দশা এর আগে আর চোখে পড়েনি। একদিকে বিশ্বমন্দা এবং অর্থনীতির অনেক খাত পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার এর নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকের ওপর। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাও আরেক কারণ বলে উল্লেখ করেন তিনি।

[৫] কোভিডের কারণে দুর্বল অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির জন্যে ব্যাংকের ঋণ আদায়ে প্রতিবন্ধকতা বৃদ্ধি পাওয়ায় এর পরিমান বেড়েছে ৬.৯ বিলিয়ন ডলার। সুদের হার হ্রাস পাওয়ায় এ বাবদ লাভ কমেছে ১.৪৩ শতাংশ। ব্যাংকের পরিচালনা খরচ কমেছে ৪ শতাংশ অর্থাৎ ১৬.৫৩ বিলিয়ন ডলার।

[৬] ফেব্রুয়ারির শুরুতেই কোভিড পরিস্থিতি সম্যক আঁচ করে এইচএসবিসি ৩৫ হাজার লোকবল ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু তার আগেই ব্যাংকটির লাভ কমে গিয়েছিল ৩৩ শতাংশ। ব্রিটেনের আরেক প্রধান ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের একই সময়ে লাভ কমেছে ৩৩ শতাংশ অর্থাৎ ১.৬৩ বিলিয়ন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়